প্রিয় পোষ্যকে নিয়ে কীভাবে করবেন ট্রেন সফর? জানুন ভারতীয় রেলের নিয়ম

বাড়িতে রয়েছে প্রিয় পোষ্য। খুব আদরের। যত্নে রাখেন। পোষ্যটিও আপনাকে খুব ভালোবাসে। একেবারে কাছ ছাড়া করতে চায় না। কিন্তু, বিভিন্ন কারণে আপনাকে শহরের বাইরে যেতেই…

how to travel by train with pets know the rules of indian railways, প্রিয় পোষ্যকে নিয়ে কীভাবে করবেন ট্রেন সফর? জানুন ভারতীয় রেলের নিয়ম

বাড়িতে রয়েছে প্রিয় পোষ্য। খুব আদরের। যত্নে রাখেন। পোষ্যটিও আপনাকে খুব ভালোবাসে। একেবারে কাছ ছাড়া করতে চায় না। কিন্তু, বিভিন্ন কারণে আপনাকে শহরের বাইরে যেতেই হলেই বিপদ! কাছে হোক বা দূরে, ট্রেনে করে কীভাবে প্রিয় পোষ্যটিকেও নিয়ে .াবেন নিজের সঙ্গে? তা নিয়েই রয়েছে ভারতীয় রেলের বেশ কিছু নিয়ম। এই প্রতিবেদনে রইল সে সবেরই হদিশ…

যেকোনও যাত্রী তাঁর সঙ্গে নিজের পোষ্য প্রাণীটিকে নিয়ে রেল ভ্রমণ করতে পারেন। তবে এজন্য একজন ব্যক্তিকে ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কেবিন বা কুপ বুক করতে হবে। অর্থাৎ পোষ্য বহন করতে চাইলে একটি চার-আসনের সম্পূর্ণ কেবিন বা দুই-আসনের কুপ বুক করতে হবে।

   

ভ্রমণের দিনব যাত্রীকে ট্রেন ছাড়ার তিন ঘণ্টা আগে পোষ্যটিকে নিয়ে রেলস্টেশনে পৌঁছতে হবে। এরপর পোষ্যটিকে ‘লাগেজ’ হিসাবে নথিভুক্ত করাতে হবে। এছাড়া, যাত্রী চাইলে ট্রেনের গার্ড বক্সে কুকুরের বক্সে নিজের পোষ্য প্রাণীটিকে নিয়ে যেতে পারেন, সেজন্যও ওই বক্স বুক করতে হবে।

Indian Railways: অদ্ভূত, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন!

পোষ্যকে নিয়ে ভ্রমণের আগে পশু চিকিৎসকের শংসাপত্র নিয়ে আসতে হবে। শংসাপত্রে পোষা প্রাণীটির সমস্ত টিকা দেওয়া হয়েছে কিনা, তার উল্লেখ থাকতে হবে স্পষ্ট ভাবে। সেই সঙ্গে উল্লেখ করতে হবে প্রাণীটি কোন প্রজাতির অন্তর্গত এবং তার খাওয়া-দাওয়ার জন্য কী কী জিনিস লাগবে ইত্যাদি।

একটি পিএনআর নম্বরে শুধুমাত্র একটি প্রাণীরই অনুমতি দেওয়া হয়। পাশাপাশি একটি পোষ্যকে সঙ্গে নিয়ে ভ্রমণের জন্য, রেল ৬০ কেজি সমতুল মাল বহন শুল্ক নিয়ে থাকে।

পাশাপাশি, রেলের ওয়েবসাইট অনুসারে, যদি কেউ ছোট কুকুরছানা নিয়ে ভ্রমণ করতে চান, তাহলে একটি মুখ বন্ধ ঝুড়িতে তাকে নিয়ে ট্রেনের যেকোনও ক্লাসে ভ্রমণ করার অনুমতি দিয়ে থাকে রেল।

চমকে দেওয়া বিষয়, ভারতের একমাত্র এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন