এক মাসে রামলালালায় উপচে পড়া প্রণামীর পরিমাণ অবাক করবে

অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের প্রবেশদ্বার৷ এরপরই কেটে গেল একটা মাস৷ দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত রামলালার বিশ্রামের জন্য মন্দিরের দরজা বন্ধের কথা ঘোষণা করে কর্তৃপক্ষ৷

Advertisements

এবার প্রশ্ন উঠতে শুরু করে এই এক মাসে কত ভক্তের আনাগোনা হয়েছে মন্দির প্রাঙ্গনে? প্রণামী কত জমা পড়ল? এই বিষয়ে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ ভক্ত মন্দির দর্শন করেছেন৷ আর এখনও পর্যন্ত ২৫ কেজি সোনা উপহার পেয়েছেন রামলালা৷ নগদ ড্রাফ্ট ও চেক মিলিয়ে রামলালা পেয়েছেন ২৫ কোটি টাকা৷ এছাড়াও অনেকেই সোনা ও রুপোর জিনিস দান করেছেন৷ গয়নার পাশাপাশি বাসনপত্রও রয়েছে দানের তালিকায়৷

Advertisements

আসন্ন রামনবমীতে বিপুল ভিড় হবে মন্দিরে এমনটাই আশা করছে রাম মন্দির কর্তৃপক্ষ৷ সেদিন প্রায় ৫০ লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে রাম মন্দিরে৷ ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ওখানে চারটি স্বয়ংক্রিয় মেশিনও রাখা হয়েছে৷ ফলে রামনবমীর দিন কয়েক লক্ষ লক্ষ টাকা যে রামলালা পেতে চলেছে তা বলার অবকাশ রাখে না৷