আর মাত্র কয়েকটা ঘন্টা। সোমবার উদ্বোধন হতে চলেছে শ্রী রাম মন্দির (Ram Mandir)। এছাড়া একই দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচিও রয়েছে। এবার ভগবান শ্রী রামের মন্দিরের স্যাটেলাইট ছবি প্রকাশ করল ISRO। স্যাটেলাইট ফটোতে দশরথ মহল এবং সরয়ু নদী স্পষ্ট দেখা যাচ্ছে। স্যাটেলাইট ফটোতে নতুন সংস্কার করা অযোধ্যা রেলওয়ে স্টেশনটিও দৃশ্যমান।
বর্তমানে মহাকাশে ভারতের ৫০টিরও বেশি উপগ্রহ রয়েছে। তাদের মধ্যে কিছুর রেজোলিউশন এক মিটারেরও কম। হায়দরাবাদে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অযোধ্যার গ্র্যান্ড শ্রী রাম মন্দিরের ছবি তোলার কাজ করেছে।
ইসরোর প্রকাশ করা উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে ২.৭ একরের শ্রীরাম মন্দিরের স্থানটি। ভারতীয় রিমোট সেন্সিং সিরিজের উপগ্রহ ব্যবহার করে এর একটি বিশদ দৃশ্যও দেখানো হয়েছে। অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠানের আগে, ইসরো একটি দেশীয় উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে বিশাল রাম মন্দিরের প্রথম ঝলক দেখিয়েছে।
উল্লেখ্য, অযোধ্যার এই বিশাল প্রকল্পের একটি বড় চ্যালেঞ্জ ছিল প্রভু রামের মূর্তি স্থাপনের সঠিক জায়গা চিহ্নিত করা। মন্দির নির্মাণের সময় ভগবান রামের সঠিক অবস্থান চিহ্নিত করার দায়িত্বও ইসরোকে দেওয়া হয়েছিল। রাম মন্দিরের ট্রাস্ট চেয়েছিল ভগবান রামের মূর্তি ৩.৬ ফুট জায়গায় স্থাপন করা হোক। যেখানে ভগবান রামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই কর্মসূচিতে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভিভিআইপি অযোধ্যা পৌঁছচ্ছেন। রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোরদার করা হয়েছে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থাও|