ফের বিপর্যয় মহাকুম্ভে! মাটিতে আছড়ে পড়ল হট এয়ার বেলুন, ঝলসে গেলেন ছয় পুণ্যার্থী

প্রয়াগরাজ: ফের বিপর্যয় প্রয়াগে৷ পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ কাটার আগেই ফের দুর্ঘটনা ঘটল মহাকুম্ভে। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ে ঝলসে গেলেন ৬…

প্রয়াগরাজ: ফের বিপর্যয় প্রয়াগে৷ পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ কাটার আগেই ফের দুর্ঘটনা ঘটল মহাকুম্ভে। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ে ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থীর। নিহতদের মধ্যে দু’জন কিশোর। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কুম্ভের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড

উল্লেখ্য, প্রয়াগরাজে এবার মহাকুম্ভের আওজন করা হয়েছে৷ ১৪৪ বছর পর আসে মহাকুম্ভ৷ প্রতিদিন লাখো ভক্ত ভিড় করেন ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য৷ এই বছর দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করেছিল যোগী আদিত্যনাথ সরকার৷ 

   

বিকট শব্দে মাটিতে আছড়ে পড়ে বেলুন

সোমবার মহাকুম্ভে হট এয়ার বেলুন দুর্ঘটনাটি ঘটে৷ আকাশ পথে মহাকুম্ভ দর্শন করতে এদিন ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছ থেকে হট এয়ার বেলুনে সওয়ার হয়েছিলেন ৬ পুণ্যার্থী। হিলিয়াম গ্যাসের সাহায্য আকাশে উড়ছিল বেলুনটি৷ কিন্তু, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ করে মাটিতে আছড়ে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মাটি থেকে খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। তার আগেই দুর্ঘটনাটি ঘটে৷ অনেক উঁচুতে ওড়ার পর বেলুন ফাটলে ভয়াবহ পরিস্থিতি হতো৷ 

মোট ছয় জন পুণ্যার্থী 

ঘটনার সময়ে বেলুনের বাস্কেটে মোট ৬ জন পুণ্যার্থী ছিলেন। তাঁদের মধ্যে একজনের বয়স ১৩ এবং অপরজনের বয়স ১৬ বছর৷ বেলুনে আগুন লেগে যাওয়ার সকলেই কমবেশি দগ্ধ হন। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড দেওয়া হয়৷ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷