মুম্বই: ৪ নং বেঙ্গালুরু-মুম্বই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার পুনের নাভালে ব্রিজের উপর ৬ টি গাড়িকে পিষে দিল পণ্যবাহী ট্রাক। ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত প্রায় ১৫। জানা গিয়েছে, ব্রেক বিকল হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৬ টি গাড়িকে পিষে দেয় ট্রাকটি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ও আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর গাড়িগুলিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়। ভগ্নস্তূপে পরিণত হওয়া গাড়িগুলিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়।
সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভয়ংকর দৃশ্য
দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন বহু মানুষ। মৃতদেহগুলি গাড়ির ভগ্নাংশের সঙ্গে জড়িয়ে গিয়েছে। যা দেখে শিউড়ে উথছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার জেরে ৪ নং জাতীয় সড়কে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে, দুর্ঘটনার সঠিক কারণ এবং ব্রেক ফেইল হওয়ার কারণ কী হতে পারে তা নির্ধারণের জন্য তদন্ত চলছে।


