লখনউ: বুধবার যোগী রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলা বহরাইচে উল্টে গেল নৌকা (Boat Collapsed)। নিখোঁজ ২০-র ও বেশি। নিখোঁজদের উদ্ধারে নেমেছে জাতীয় (NDRF) এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল বহরাইচের ভরতপুর কাটারনিয়াঘাট বন্যপ্রাণী রেঞ্জের একটি গ্রাম।
সেখানে নেপালের পাহাড় থেকে বয়ে আসা কোড়িয়ালা নদী ওই অঞ্চলের ঘাঘরা নদীতে মেশে। যেখানে বুধবার দুর্ঘটনাটি ঘটেছে। ভরতপুর গ্রামের মানুষরা বহরাইচের সীমান্তবর্তী প্রতিবেশী জেলা লখিমপুর খেরি’র খৈরাটিয়া গ্রামের মধ্য দিয়ে কৌড়িয়ালা নদীতে নৌকায় যাতায়াত করেন।
কীভাবে উল্টে গেল নৌকা?
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্রামবাসীরা নৌকায় করে খৈরাটিয়া গ্রাম থেকে ভরতপুর গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা ৬ টা নাগাদ গন্তব্যে পৌঁছনর কিছুক্ষণ আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায় (Boat Collapsed)। দুর্ঘটনায় অনেক গ্রামবাসী নিখোঁজ, যাদের মধ্যে কিছু অতিথিও রয়েছেন, বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত চারজনকে বাঁচানো গিয়েছে।
নৌকার চালক সহ বাকি যাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গ্রামবাসীরা দ্রুত নৌকাডুবির খবর স্থানীয় পুলিশ ও প্রশাসনকে পাঠায়। জানা গিয়েছে, জলের চৌধরি চরণ সিং ঘাঘরা ব্যারেজের গেট খুলে দেওয়ায় উত্তাল হয়ে হয়েছে কোড়িয়ালা নদী। যার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানাচ্ছজেন গ্রামবাসীরা। খবর পাওয়া মাত্র ডিজিপি সদর দফতর উদ্ধারকার্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে।


