J&K: টার্গেট কিলিং-এ রাশ টানতে জরুরি বৈঠকে বসবেন অমিত শাহ

কাশ্মীরে (Kashmir) লাগাতার টার্গেট কিলিং শুরু করেছে জঙ্গিরা। আর এহেন ঘটনা নয় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ফলে আগামী ৩ জুন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ…

Union Home Minister Amit Shah

কাশ্মীরে (Kashmir) লাগাতার টার্গেট কিলিং শুরু করেছে জঙ্গিরা। আর এহেন ঘটনা নয় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ফলে আগামী ৩ জুন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha) সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মনোজ সিনহা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক টার্গেট কিলিং সম্পর্কে অবহিত করবেন।
কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট গভর্নর ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

   

এক কর্মকর্তা বলেন, উপত্যকায় জঙ্গিদের দ্বারা হিন্দু সরকারী কর্মচারীদের হত্যার ঘটনা এবং প্রশাসনের পক্ষ থেকে অমরনাথ যাত্রার প্রস্তুতির বিষয়ে এই বৈঠক করা হচ্ছে। চলতি মাসের শেষ থেকে শুরু হবে অমরনাথ যাত্রা।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে দিল্লিতে আসবেন এলজি মনোজ সিনহা। অভিযোগ, বিরোধী দলগুলি জম্মু ও কাশ্মীরে টার্গেট কিলিং নিয়ে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে। উপত্যকায় সাম্প্রতিক টার্গেট কিলিং-এর প্রসঙ্গ টেনে আবদুল্লা বলেন, নিরাপত্তার দিকটি নিয়ে সরকারকে ভাবতে হবে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মঙ্গলবার কুলগামের একটি সরকারি স্কুলে প্রবেশের পর সন্ত্রাসীদের হাতে এক হিন্দু শিক্ষককে হত্যার নিন্দা করে বলেন, হামলাকারীদের এমন একটি শিক্ষা দেওয়া হবে যা তারা কখনই ভুলবে না।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জঙ্গি হামলায় নিহত টিভি অভিনেতা আমরিন ভাট এবং পুলিশ কনস্টেবল সাইফুল্লাহ কাদরির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। গত সপ্তাহেই জঙ্গিদের গুলিতে নিহত হন দু’জন।