বেনজির সিদ্ধান্ত কেন্দ্রের! জীবনদায়ী ওষুধের দাম কমাতে GST-তে বড় ছাড়

৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Finance Minister Nirmala Sitharaman) উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জিএসটি কাউন্সিলের (GST Council) ৫৪তম বৈঠক। এই বৈঠকে ক্যান্সার বা কর্কট (Cancer) রোগের…

৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Finance Minister Nirmala Sitharaman) উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জিএসটি কাউন্সিলের (GST Council) ৫৪তম বৈঠক। এই বৈঠকে ক্যান্সার বা কর্কট (Cancer) রোগের ওষুধ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেই এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ওষুধের দাম শুনলেই মাথায় হাত পড়ে মধ্যবিত্তদের। আর যদি কেউ ক্যান্সার রোগে আক্রান্ত হন, তবে তাঁর চিন্তা আরও বেড়ে যায়। আমজনতার কথা ভেবেই এবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন থেকে আর ১২ শতাংশ নয়, ক্যান্সারের ওষুধের উপর ৫ শতাংশ জিএসটি (GST) কার্যকর করা হবে।

তীর্থযাত্রার ক্ষেত্রেও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। তীর্থযাত্রার জন্য বরাদ্দ যে হেলিকপ্টার, সেই পরিষেবার উপর জিএসটির পরিমাণ ১৮ শতাংশ এর বদলে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও, স্বাস্থ্যবীমা ও জীবনবীমার খাতে জিএসটির পরিমাণ কমাবার কথা ভাবা হচ্ছে। তবে এই বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

   

অন্যদিকে, উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী প্রেমচন্দ আগরওয়াল (Premchand Aggarwal) জানিয়েছেন যে, তীর্থযাত্রার ক্ষেত্রে হেলিকপ্টার পরিষেবার উপর যে জিএসটি কমাবার কথা বলা হয়েছে, তা কিন্তু চাটার্ড হেলিকপ্টার পরিষেবার জন্য প্রযোজ্য নয়। তাদের ১৮ শতাংশ জিএসটিই দিতে হবে।

পুজোর শপিং করছেন না তো?’, লাখ লাখ মানুষের রুটি-রুজির কথা বললেন দেবাংশু

সম্প্রতি, শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি রিসার্চের জন্য যে অনুদান পায়, তার উপর জিএসটি প্রয়োগের বিষয় সম্পর্কে ফিটমেন্ট কমিটিকে (fitment committee) জানানো হয়েছে। তার সঙ্গে অনলাইন পেমেন্টের (Online Payment) উপর জিএসটি যুক্ত হওয়ার বিষয়টিও তাদের অবগত করা হয়েছে। জানা গিয়েছে, আগামী বেশ কিছুদিন ধরে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলবে।