ABVP: বইমেলা জ্বালিয়ে দেব হুমকি দিল হিন্দুত্ববাদী সংগঠন

ABVP

বইমেলায় আগুন ধরানো হবে এমনই হুমকি দিয়েছে সংঘ পরিবার (RSS) এর শাখা সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) সমর্থকরা। এই অভিযোগে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড সরগরম। হুমকির পরে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Advertisements

উত্তরাখন্ডের পৌরি গাড়ওয়াল কলেজে একটি বইমেলা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছিল। অভিযোগ উদ্যোক্তাদের কাছে হুমকি বার্তা দিয়ে বইমেলা স্থগিত করতে বলা হয়। হেম পন্থ নামে এই বইমেলার একজন সংগঠক জানিয়েছেন, প্রথমে তাদের বইমেলা করার অনুমতি দেওয়া হয়। একটি হল তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। ওই হল ঘরে আলোচনা সভা হবার কথা। কিন্তু পরবর্তী সময়ে তাদের সেই অনুমতি বাতিল করা হয়।

   

হিন্দুত্বাদী সংগঠনটির অভিযোগ, বইমেলায় কমিউনিস্ট মতবাদের বই রাখা হবে জানা গেছে। উদ্যোক্তারা বলছেন, বইমেলায় বিভিন্ন ধরণের বই থাকে। তাই কমিউনিস্ট মতবাদের কিছু বই তালিকাভুক্ত ছিল। এই বই রাখা হলে বইমেলায় আগুন ধরানো হবে বলে হুমকি দেয় এভিবিপি।

Advertisements

বইমেলা কমিটির তরফে আরও জানানো হয়,অন্যত্র মেলা করার জন্য অনুমতি নিতে চাইল বলা হয় মেলা করা যাবে না তার কারণ আরএসএস তাদের সাংগঠনিক কর্মসূচির জন্য মাঠ আগে থেকে নিয়ে রেখেছে।

কলেজ কর্তৃপক্ষের দাবি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এমন বই সংগঠকদের পক্ষ থেকে বইমেলায় রাখার হবে এবং তা বিক্রি করা হবে এই কথা জানতে পেরে তারা বইমেলার অনুমতি বাতিল করেছেন।