“সনাতন-পরিপন্থী!” Miss Rishikesh-এর মহড়া বন্ধ করাল হিন্দুত্ববাদী সংগঠন

দেহরাদুন: মিস হৃষীকেশ (Miss Rishikesh) খেতাব অনুষ্ঠানের আগে চলছিল তাঁর মহড়া। তখনই একদল হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন এসে রিহার্সাল বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ। রাষ্ট্রীয় হিন্দু…

দেহরাদুন: মিস হৃষীকেশ (Miss Rishikesh) খেতাব অনুষ্ঠানের আগে চলছিল তাঁর মহড়া। তখনই একদল হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন এসে রিহার্সাল বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের (Rashtriya Hindu Shakti Sangathan) বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মিস হৃষীকেশ (Miss Rishikesh) প্রতিযোগীতাকে “উত্তরাখন্ডের সংস্কৃতি ও সনাতন ধর্মের বিরোধী” বলে উল্লেখ করে রিহার্সাল বন্ধ করতে বলে।

Advertisements

প্রতিযোগিতার আয়োজনকারী লায়ন্স ক্লাব রয়্যালের পরিচালক ধীরাজ মাখিজা বলেন, “প্রতিযোগীদের পোশাক নিয়ে আপত্তি জানান রাঘব ভাটনগর নামক সংগঠনের এক সদস্য। মাখিজা জানিয়েছেন, শুক্রবার দুপুর ২ ট নাগাদ মিস হৃষীকেশে অংশগ্রহণকারী প্রতিযোগী এবং কোরিওগ্রাফাররা রিহার্সাল করছিলেন। তখনই রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের (Rashtriya Hindu Shakti Sangathan) একদল সদস্য এসে মহড়া বন্ধ করার হুমকি দেয়। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

   

সংগঠনের সদস্যদের হুমকির প্রতিবাদ জানান প্রতিযোগীরা

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অংশগ্রহণকারীদের অনেকেই সংগঠনের (Rashtriya Hindu Shakti Sangathan) সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা যায়। শুধু তাই নয়, ভাটনগরের দলের তরফ থেকে অংশগ্রহণকারীদের ভিডিও রেকর্ড করা হচ্ছিল বলেও অভিযোগ। প্রতিযোগীরা তাতে বাধা দেওয়ার চেষ্টা করলে ভাটনগরকে বলতে শোনা যায়, “এসব করতে হলে নিজেদের বাড়িতে গিয়ে করুন”।

এরপর ক্ষোভে ফেটে পড়েন মিস হৃষীকেশ (Miss Rishikesh) প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা। একজন প্রতিযোগীকে বলতে শোনা যায়, “আপনারা সিগারেট এবং মদের দোকান বন্ধ করে দেখান। যেখানে এই ধরনের পোশাক বিক্রি হয় সেইসব দোকান বন্ধ করে দেখান। আমাদের সম্মতি ছাড়া আপনি আমাদের ভিডিও রেকর্ড করতে পারবেন না। দুঃখিত স্যার, আমরা আপনার দাবী মানতে পারব না। আপনি আমাকে এটা বলার কেউ নন।”

পরে, ভাটনাগর সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বলেন যে পশ্চিমী পোশাক পরে র‍্যাম্প ওয়াক করা ঋষিকেশের সংস্কৃতি এবং সনাতন মূল্যবোধের বিরুদ্ধে। “সনাতন ধর্ম নারীদের শালীন পোশাক পরতে শেখায়। এই ধরনের অনুষ্ঠান সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত”।

লায়ন্স ক্লাব রয়্যালের পরিচালক ধীরাজ মাখিজা বলেন যে তাঁদের ক্লাব গত পাঁচ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করছে এবং এর আগে কখনও এই ধরণের আপত্তির মুখোমুখি হয়নি। “আমরা স্থানীয় মহিলাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করছি যাতে তারা বৃহত্তর সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।” হিন্দুত্ববাদী সংগঠনের চোখ রাঙানী সত্ত্বেও মিস ঋষিকেশ (Miss Rishikesh) প্রতিযোগিতা শনিবার নির্ধারিত সময়সূচী অনুসারে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে।