Sunday, December 7, 2025
HomeBharatHimachal Pradesh: সরাসরি বিজেপি সম্মেলনে দ্রাবিড়, নীরব সৌরভ

Himachal Pradesh: সরাসরি বিজেপি সম্মেলনে দ্রাবিড়, নীরব সৌরভ

- Advertisement -

হিমাচল প্রদেশের ধর্মশালায় শুরু হবে ভারতীয় যুব মোর্চার সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। মঙ্গলবার একথা ঘোষণা করলেন ধর্মশালার বিজেপি বিধায়ক বিশাল নেহরিয়া। সৌরভের পর এবার দ্রাবিড়কে নিয়েও রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

সংবাদসংস্থা এএনআইকে ধর্মশালার বিধায়ক জানিয়েছেন, হিমাচল প্রদেশের নির্বাচনের আগে সম্মলেনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। উপস্থিত থাকবেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সারা দেশ থেকে ১৩৯ জন প্রতিনিধি হাজির থাকবেন। এই সম্মেলনে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও উপস্থিত থাকবেন।

   

আগামী বছরেই রয়েছে কর্ণাটকের নির্বাচন। তার আগে বিজেপির যুব মোর্চার সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের কোচার উপস্থিতি জল্পনা বাড়িয়েছে। ধর্মশালার বিধায়ক বিশাল নাহেরিয়া জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় যুব সমাজের সামনে তাঁর সাফল্যের কথা তুলে ধরবেন। তরুণদের বার্তা দেওয়ার জন্যই রাহুলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে বিজেপির জন্যেও গুরুত্বপূর্ণ হিমাচল প্রদেশের নির্বাচন। কারণ ৬৮ আসন বিশিষ্ট এই রাজ্যে ২০১৭ সালে বিজেপির পেয়েছিল ৪৪ টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১ টি। সময় বদলে সেখানে এবার সমস্ত আসনেই প্রার্থী দিচ্ছে আপ। তাই হিমাচল প্রদেশ ধরে রাখতে মরিয়া চেষ্টা করছে বিজেপি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular