Himachal Pradesh: হিমালয় ঘেরা হিমাচলে দুর্যোগে বাড়ছে মৃত্যু, পর্যটন আপাতত বন্ধ

প্রকৃতির রুদ্র রূপে ফের বিপর্যস্ত হিমালয় ঘেরা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বহু এলাকা তছনছ। রাজধানী সিমলা থেকে বিভিন্ন জেলার সংযোগ বিচ্ছিন্ন। জারি হয়েছে (Orange Alert)…

Himachal Pradesh: হিমালয় ঘেরা হিমাচলে দুর্যোগে বাড়ছে মৃত্যু, পর্যটন আপাতত বন্ধ

প্রকৃতির রুদ্র রূপে ফের বিপর্যস্ত হিমালয় ঘেরা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বহু এলাকা তছনছ। রাজধানী সিমলা থেকে বিভিন্ন জেলার সংযোগ বিচ্ছিন্ন। জারি হয়েছে (Orange Alert) কমলা সতর্কতা।  মেঘ ভাঙা বৃষ্টি, পাহাড়ি বন্যা ও ভূমি ধসের কবলে পড়ে বাড়ছে নিহতের সংখ্যা। বহু পর্যটক আটকে। হিমাচল পর্যটন দফতর থেকে বলা হয়েছে সাময়িক বন্ধ  পর্যটন। বিখ্যাত মণিমহেশ যাত্রা আপাতত স্থগিত।

হিমাচলে বাড়ছে নিহতের সংখ্যা। শনিবার রাত পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর এসেছে। পার্বত্য এলাকায় অনেকে নিখোঁজ। সিমলা ও কুলুর প্রশাসন সব সরকারি ও বেসরকারি সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে।

Himachal Pradesh: হিমালয় ঘেরা হিমাচলে দুর্যোগে বাড়ছে মৃত্যু, পর্যটন আপাতত বন্ধ

শনিবার কাংড়া জেলার চাক্কি নদীর উপর রেল সেতুটি আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টির ফলে ব্রিজটি ধসে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হিমাচল প্রদেশের কাংড়া জেলার চাক্কি রেলসেতুটি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার মধ্যে ভেঙে পড়েছে।

Himachal Pradesh: হিমালয় ঘেরা হিমাচলে দুর্যোগে বাড়ছে মৃত্যু, পর্যটন আপাতত বন্ধ

Advertisements

<

p style=”text-align: justify;”>ধর্মশালায় একটি মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া যায়, যার ফলে এই অঞ্চলে ভূমিধ্বসের ঘটনা ঘটে। কাংড়া জেলা প্রশাসন পর্যটকদের নদী, নদী এবং অন্যান্য জলাশয়ের কাছাকাছি না যাওয়ার জন্যও সতর্ক করেছে। গোটা জেলার বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং যত দ্রুত সম্ভব যে কোনও পরিস্থিতির মোকাবিলা করবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের বলা হয়েছে, তারা যেন তাদের বাড়ির বাইরে অযথা চলাচল না করে।