স্পা-সেন্টারের আড়ালে মধুচক্রের আসর ভাঙল পুলিশ

এবার রাজধানী দিল্লির একটি স্পা ও ম্যাসেজ সেন্টারের ভিতরে মধু চক্রের পর্দাফাঁস করল পুলিশ। জানা গিয়েছে, পুলিশের সহায়তায় ওই কেন্দ্র থেকে এক তরুণীকে উদ্ধার করেছে…

এবার রাজধানী দিল্লির একটি স্পা ও ম্যাসেজ সেন্টারের ভিতরে মধু চক্রের পর্দাফাঁস করল পুলিশ। জানা গিয়েছে, পুলিশের সহায়তায় ওই কেন্দ্র থেকে এক তরুণীকে উদ্ধার করেছে দিল্লি মহিলা কমিশন। এই ঘটনায় দিল্লি পুলিশ ও উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোটিস পাঠিয়েছে কমিশন।

দিল্লি মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ১৮১ মহিলা হেল্পলাইনে নম্বরে একটি ম্যাসেজ আসে। ওই ম্যাসেজে লেখা থাকে, সেন্টারের ভিতরে যে মধু চক্র চলছে এবং তাতে ২৭ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এসেছে। এর পর দিল্লি পুলিশের সঙ্গে গিয়ে তরুণীকে উদ্ধার করে তাঁর দলবল। কমিশন সূত্রে খবর, ওই তরুণী তাঁর দলকে জানিয়েছেন, চাকরির খোঁজে আজাদপুরের নীতিকা টাওয়ারের গেটওয়ে মাসাজ সেন্টারে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে কিছু বিষাক্ত পদার্থ দেওয়া হয়েছিল এবং তিনি অজ্ঞান হয়ে যাঙ। এরপর তাঁকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে এক যুবক ও এক তরুণী নগ্ন অবস্থায় ছিলেন। ওই ঘরেই কেউ একজন তাকে ধর্ষণের চেষ্টা করে।

   

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল এই ঘটনায় দিল্লি পুলিশকে একটি নোটিশ জারি করে এই মামলায় দায়ের করা এফআইআর-এর অনুলিপি সহ কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। কমিশন ম্যাসাজ সেন্টার থেকে উদ্ধার হওয়া অভিযুক্ত এবং মেয়েদের সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছে।

কমিশন পুলিশ ও পুরসভার কাছে জানতে চেয়েছে, যে সব জায়গায় এই র‍্যাকেট চলছিল, সেই চত্বর সিল করে দেওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়েছে? এছাড়াও, ম্যাসাজ সেন্টারকে দেওয়া লাইসেন্স এবং এখনও পর্যন্ত ওই চত্বরে কী কী পরিদর্শন হয়েছে, তার বিস্তারিত তথ্যও চেয়েছে পুরসভা।