নির্বাচন-মুখী বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ধুন্ধুমার। এই পরিস্থিতিতে বিহারের মত তামিলনাড়ুতে এসআইআর (SIR) হতে দেব না”, বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। বিহারের অবস্থা থেকে তামিলনাড়ুর মানুষের শিক্ষা নেওয়া উচিৎ বলেও উল্লেখ করেন তিনি।
এসআইআর-এর কোপে বিহারের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৬৫ লক্ষ মানুষের নাম। বিশেষ নিবিড় সংশোধনের নামে নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপির (BJP) ‘ভোট চুরি’র অভিযোগে সরব রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ ইন্ডিয়া জোটের সদস্য দলগুলি। এই নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী।
চলতি সপ্তাহেই সিপিআই (ML) নেতা দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে বিহারের মুজফফরপুরে যাত্রায় যোগ দিয়েছিলেন স্ট্যালিন। শুক্রবার একটি অনুষ্ঠানের ভাষণে “আগামীকাল এক সপ্তাহের জন্য আমি জার্মানি এবং ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সরকারের ‘দ্রাবিড় মডেল’ নীতির দৌলতে তামিলনাড়ু ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে”, বলে জানান তিনি।
উল্লেখ্য, ২৭ তারিখ মুজফফরপুরে ভোটার অধিকার যাত্রা থেকে স্ট্যালিন বলেছিলেন, সঠিকভাবে নির্বাচন হলে বিহারে “এনডিএ (NDA) হারবে”। “ওরা নির্বাচন কমিশনকে “হাতের পুতুল” বানিয়ে দিয়েছে বলে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি।
স্ট্যালিন বলেন, “রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং তেজস্বী যাদবের (Tejaswi Yadav) কেবলমাত্র রাজনৈতিক নয়, বরং আত্মিক সম্পর্ক। ওরা দুই ভাই। আর আমি ওদের সমর্থন করতে, মনোবল বাড়াতে এসেছি। বিজেপি (BJP) ওদের আক্রমণ করছে। কেননা সমগ্র নির্বাচন প্রক্রিয়াটাকেই যে বিজেপি কৌতুকে পরিণত করেছে, ওরা তা দেখিয়ে দিয়েছে”।