HomeBharat"মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষও...", The Bengal Files নিয়ে কি বললেন পল্লবী জোশী?

“মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষও…”, The Bengal Files নিয়ে কি বললেন পল্লবী জোশী?

- Advertisement -

আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা বিবেক অগ্নিহোত্রীর ছবি “দ্য বেঙ্গল ফাইলস” ঘিরে বিতর্ক তুঙ্গে। গত ১৬ আগস্ট ছবির ট্রেলার মুক্তি বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় “শিল্পের স্বাধীনতায়” বাধা দিচ্ছে বলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে “দ্য কাশ্মীর ফাইলস” দেখানোর ইচ্ছাপ্রকাশ করলেন ছবির অভিনেত্রী তথা প্রযোজক পল্লবী জোশী (Pallavi Joshi)।

ছবির বিতর্ক নিয়ে তাঁর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বিষয়টি নিয়ে সামনাসামনি আলোচনা করতে চাই। আমি জানি ওনার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। তবে দিনশেষে তিনি একজন ভারতীয় বাঙালি মহিলা। আমি নিশ্চিত, ওনার পূর্বপুরুষেরাও সেই জিনিসের শিকার হয়েছেন, যা আমরা ছবিতে তুলে ধরেছি। প্রত্যক্ষভাবে না হলেও নোয়াখালী গণহত্যা তাঁরা হয়ত নিজের চোখে দেখেছেন”।

   

“দ্য বেঙ্গল ফাইলস”-এর বিষয়বস্তু নিয়ে পল্লবীর বক্তব্য, “আমার দৃঢ় বিশ্বাস, ছবিতে যা দেখানো হয়েছে তা মানুষের মনের খুব কাছের। আমি চাই, উনি আমাদের দর্শক দিক। সেইসঙ্গে উনি নিজেও ছবিটি দেখুক। তারপর সিদ্ধান্ত নিক। তবে ট্রেলার এবং ছবির কিছু অংশের ভিত্তিতে একটি শিল্পকে তিনি এইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন না। এইভাবে মত প্রকাশদের স্বাধীনতাকে খর্ব করতে পারেন না”।

দ্য বেঙ্গল ফাইলস-এর বিষয়বস্তু

১৯৪০ সালে বাংলার টালমাটাল পরিস্থিতির পটভূমিকায় বিশেষত ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং ‘নোয়াখালী গণহত্যা’ নিয়ে তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) “দ্য বেঙ্গল ফাইলস”। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী, দর্শন কুমার, পুনীত ইসসার, গোবিন্দ নামদেব, মোহন কাপুর, পালোমি ঘোষ, দিব্যা পালত সহ অন্যান্যরা। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন পল্লবী জোশী।

বিতর্ক

“বিজেপি-ঘেঁষা” বলে পরিচিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী “দ্য কাশ্মীর ফাইলস”-এর পর “দ্য বেঙ্গল ফাইলস”-এর মাধ্যমে ফের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বলে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পঞ্চ থেকেও ছবির নির্মাতা সহ বিজেপিকে কটাক্ষ করেন। তবে কোনও জিনিসকে ‘নিষিদ্ধ’ করলে মানুষের সেটি দেখার প্রতি ঝোঁক বাড়ে বলে মত বিশেষজ্ঞদের। সেইসঙ্গে “শিল্পের স্বাধীনতা” নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular