৭ জুলাই নয়, আজই বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন

  রাঁচি: রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়, আজ বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন হেমন্ত সোরেন (Hemant Soren)। এই নিয়ে তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে…

Hemant Soren to return as Jharkhand Chief Minister , ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বলতে চলেছেন হেমন্ত সোরেন

 

রাঁচি: রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়, আজ বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন হেমন্ত সোরেন (Hemant Soren)। এই নিয়ে তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি।

   

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ বিকেল পাঁচটায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তৃতীয়বারের জন্য রাজ্যের দায়িত্ব নেবেন তিনি। এর আগে তিনি ইন্ডি অ্যালায়েন্স পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। এদিকে, রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণন ইন্ডি জোটের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী জোটের নেতারা।

এদিকে, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে শপথ নেওয়ার আমন্ত্রণ জানান। যদিও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য জানান, ‘রাজ্যপাল তাঁদের সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৭ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা ঠিক করেছি যে হেমন্ত সোরেন এই দিনই তাঁর নতুন মন্ত্রিসভায় শপথ নেবেন।’ কিন্তু কিছুক্ষণ পরেই খবর আসে যে হেমন্ত আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন গতকালই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এরপরই চম্পাই সোরেন পরিষদীয় দলের নেতা এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের নাম প্রস্তাব করেন, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। একই সঙ্গে চম্পাই সোরেন সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এরপরই সরকার গঠনের দাবি জানান হেমন্ত সোরেন।