নতুন ইনিংস শুরু করতে ৭ জুলাই মাঠে নামছেন সোরেন

রাঁচি: রাজ্যে নতুন করে পালাবদল। বিগত কয়েক মাস ধরে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে ঝাড়খণ্ডে। সবথেকে বড় ঘটনা হল জমি দুর্নীতি মামলায় ইডির…

রাঁচি: রাজ্যে নতুন করে পালাবদল। বিগত কয়েক মাস ধরে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে ঝাড়খণ্ডে। সবথেকে বড় ঘটনা হল জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। তারপর আদালতের নির্দেশে জেল অবধি হয়। রাজ্য পায় নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন জামিনে জেলের বাইরে হেমন্ত। এবার নতুন করে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ‘রাজ্যপাল আমাদের সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান ৭ জুলাই অনুষ্ঠিত হবে।’ রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আজ তাঁকে রাজভবনে ডেকে পাঠান। এদিন দুপুরে ইন্ডি জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রাজভবনে পৌঁছন হেমন্ত সোরেন। রাজ্যপাল তাঁদের সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

   

আগামী ৭ জুলাই শুভ সময়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন। তার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন। সূত্রের খবর, রাজভবনের পরিবর্তে রাঁচির মোরহাবাদী ময়দানে এবার শপথ নিতে পারেন হেমন্ত সোরেন। রাজভবন শীঘ্রই শপথ অনুষ্ঠানের সময় এবং স্থান সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করবে। সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর হেমন্ত সোরেন নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন। রাজ্যপালের সঙ্গে ছবি শেয়ার করে তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ধন্যবাদ মাননীয় রাজ্যপাল। বিরোধীদের অগণতান্ত্রিক ষড়যন্ত্রের সমাপ্তি শুরু হয়েছে। সত্যমেব জয়তে।’