ফের তাপপ্রবাহের সতর্কতা! সপ্তাহ শেষে পুড়বে আবার রাজ্য

IMD Latest Weather Update: Temperature to Rise in West Bengal, Thunderstorm, Hailstorm & Rainfall Alerts Issued

প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস কলকাতাবাসী। বৃষ্টির জন্য চাতক পাখির মতো অবস্থা রাজ্যবাসীর। কিন্তু ভোট মিটে গেলেও রাজ্যে বৃষ্টির দেখা নেই। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে এখনও বর্ষা আসতে দেরী। আর তারমধ্যেই এই সপ্তাহ জুড়ে গরম বাড়ার ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। সেই অনুসারে গত বুধবার থেকে এক লাফে প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বেড়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। দুপুরের দিকে তাপমাত্রা চল্লিশের আশেপাশে থাকলেও ফিলস লাইক পঞ্চাশের উপর দেখাচ্ছে।

Advertisements

এই মধ্যেই আরও ভয়ের কথা শোনাল হাওয়া অফিস। ইন্ডিয়ান মেট্রোলোজিকাল ডিপার্টমেন্ট-এর তরফে জানা গিয়েছে যে আগামী পাঁচদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ভ্রূকুটি জারি করা হয়েছে। কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। যেহেতু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়ছে। বাড়ছে অস্বস্তিও। কবে এরকম আবহাওয়া থেকে মুক্তি মিলবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।