Cyclone Asani: ‘অশনি’র প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রবল ঘূর্ণিঝড় অশনি (Asani) ধেয়ে আসছে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) কাকিনাড়া থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে, ওড়িশার গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার…

প্রবল ঘূর্ণিঝড় অশনি (Asani) ধেয়ে আসছে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) কাকিনাড়া থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে, ওড়িশার গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং ওড়িশার পুরী থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

জানা গিয়েছে, ১০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনি আজ রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন ওড়িশা উপকূলে পৌঁছাতে পারে।

   

ভারতীয় আবহাওয়া বিভাগ উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশে বিচ্ছিন্ন এবং কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই বৃষ্টি হবে শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, কৃষ্ণা, গুন্টুর ও পশ্চিম গোদাবরী জেলার বিচ্ছিন্ন কিছু জায়গায়। এছাড়া ১০ মে রাত থেকে উপকূলীয় ওড়িশার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা, আসাম এবং মণিপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে।