ধেয়ে আসছে ব্যাপক ঝড়-বৃষ্টি, জারি লাল সতর্কতা

নেপালে শুরু অতি বৃষ্টি। নদীগুলি ফুঁসছে। ভারতের দিকে বন্যা পরিস্থিতি।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে  ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি। ইতিমধ্যে একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে বঙ্গে নয়, এমন পরিস্থিতি হতে পারে বিহারে। এমনটাই জানিয়েছে রাজ্য আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, উত্তর এবং পূর্ব চম্পারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বুধবার সীতামারী, শেওহার, গোপালগঞ্জ ও মধুবনী এলাকার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

   

ফরবেশগঞ্জ ও ঠাকুরগঞ্জে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের উপর সক্রিয় ছিল এবং গত ২৪ ঘণ্টায় বাকি জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, ফরবেশগঞ্জ ১৫২.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে, রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করেছে, মেঘের আচ্ছাদন, বৃষ্টি এবং শীতল হাওয়ার কারণে স্বস্তি পেয়েছে।

পাটনা আবহাওয়া কেন্দ্রের এক আধিকারিক কামিনী কুমারী বলেন, “বর্তমান সংখ্যাগত মডেল এবং আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার পর্যন্ত রাজ্যের উপর আধিপত্য বিস্তার করছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন