Joshimath: প্রবল বৃষ্টিতে ফের ধস-আতঙ্ক, বসে যাবে যোশীমঠ?

ভারী বৃষ্টিপাতে উত্তরাখণ্ডের যোশীমঠ (joshimath) ক্ষতিগ্রস্ত। এর ফলে ফের এই পাহাড়ি শহরে ভূমিধস আতঙ্ক। প্রবল বৃষ্টিপাতে ৫৮ নম্বর জাতীয় সড়ক(NH58) সংলগ্ন রাস্তা যেটি বদ্রীনাথের দিকে যায সেচি ক্ষতিগ্রস্ত।

শুক্রবার রাতভর বৃষ্টির পরে প্রাক-মৌসুমি বর্ষণ চামোলি জেলায় বড়সড় ক্ষতি। রাস্তা ক্ষতিগ্রস্থ। একটি সেতু ভেসে গেছে।

   

জাতীয় সড়কের কাকভূষণ্ডি এবং পাঙ্কা গ্রামের দিকে যাওয়ার রাস্তাটি যোশীমঠ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এই এলাকায় ধসের আতঙ্ক। হাইওয়েতে বিষ্ণুপ্রয়াগের সামনে গ্রামের সাথে সংযোগকারী ফুটপাথ বৃষ্টির পরে ক্ষতিগ্রস্ত।

রাজ্য আবহাওয়া সংস্থা প্রাক-বর্ষাকালীন সময়ে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পরে এই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ জুন বর্ষা আসবে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন