বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র, সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ

ব্যাপক বৃষ্টিতে (Flood) বিপর্যস্ত মহারাষ্ট্রের বিস্তৃত অংশ। পুনের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত। বন্ধ রয়েছে স্কুল-কলেজও। একাধিক রাস্তা জলমগ্ন। পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে উদ্ধার…

mumbai flood

ব্যাপক বৃষ্টিতে (Flood) বিপর্যস্ত মহারাষ্ট্রের বিস্তৃত অংশ। পুনের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত। বন্ধ রয়েছে স্কুল-কলেজও। একাধিক রাস্তা জলমগ্ন। পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে উদ্ধার কাজে নামল সেনাও। পুনের পিম্পরি-ছিঞ্চওয়াড়ে এলাকায় জল ঢুকে গিয়েছে একাধিক আবাসনে। সেখানে থাকা আবাসিকদের উদ্ধারের জন্য নামানো হয়েছে নৌকা। অন্যদিকে, পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজন যুবকের। অন্যদিকে, এখানেই ধসে মৃত্যু হয়েছে আরও একজনের। জখম হয়েছেন একজন। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফকে।

চোখের নিমেষে ধ্বংস হবে পাকিস্তান! ভারতকে শক্তিশালী মিসাইল পাঠাচ্ছে রাশিয়া

এখানেই শেষ নয়, মুম্বই থেকে বিভিন্ন উড়ান বাতিল করা হয়েছে। বেশ কিছু বিমানের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। জল জমার কারণে বন্ধ রয়েছে আন্ধেরির সাবওয়েও। বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, শহরে জলের জোগান দেয় যে দুটি হৃদ (মোদক সাগর ও বিহার) তার জলও বিপদসীমার উপরে চলে গিয়েছে।

Advertisements

চমকে দেওয়া বিষয়, ভারতের একমাত্র এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন

পুনেতে আপাতত মোতায়েন করা হয়েছে এনডিআরএফের তিনটি দল। দমকলের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পুনের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার বৃষ্টির জেরে বিপর্যস্ত হল মুম্বই। আবহওয়া দপ্তরের খবর অনুসারে, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।