পাটনা: ভোটে ভরাডুবি। তার উপর ফের পারিবারিক অশান্তির জেরে সংবাদ শিরোনামে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। শনিবার পরিবার ত্যাগ করেছেন লালু প্রসাদের কন্যা রোহিণী আচার্য (Rohini Acharya)। এই নিয়ে জল্পনার রেশ না কাটতেই রবিবার আরও এক বিস্ফোরক পোস্ট করলেন রোহিণী।
যেখানে তিনি পরিবাররে বিরুদ্ধে অভিযোগ করেছেন, “গতকাল, এক মেয়ে, এক বোন, এক বিবাহিত মহিলা, এক মাকে অপমান করা হয়েছে। তাঁকে নোংরা গালিগালাজ করা হয়েছে, তাঁকে চপ্পল ছুঁড়ে আঘাত করা হয়েছে। আমি নিজের আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। আমি সত্যকে ত্যাগ করিনি এবং কেবল এই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে।”
https://x.com/RohiniAcharya2/status/1989948060798197994
সেইসঙ্গে, আবেগহঘন পোস্টটিতে লালু-রাবড়ি কন্যা আরও লেখেন, “গতকাল, এক মেয়ে বাধ্য হয়ে তার কাঁদতে কাঁদতে বাবা-মা আর বোনদের ছেড়ে এসেছে। ওরা আমাকে অনাথ করে দিল, মায়ের থেকে আমাকে দূর করে দিল। কারও যেন আমার মত পরিণতি না হয়। কোনও পরিবার যেন কখনও রোহিণীর মতো কন্যা-বোন না পায়।”
https://x.com/RohiniAcharya2/status/1989934028057927757
প্রসঙ্গত,লালু প্রসাদকে কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন কন্যা রোহিণী আচার্য (Rohini Acharya)। সেই নিয়েও নাকি তাঁকে অশ্রাব্য কোথা শুনতে হয়েছে। রোহিণী আচার্য লেখেন, “গতকাল, আমাকে অভিশাপ দেওয়া হয় যে আমি নোংরা। আর আমি আমার বাবার শরীরে আমার নোংরা কিডনি প্রতিস্থাপনের বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছি, টিকিট কিনেছি।”
আরজেডির বিরুদ্ধে বিজেপির ‘পুরুষতান্ত্রিক মনোভাবের’ কটাক্ষ
বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডি জোটের ভরাডুবির পর আরজেডি (RJD)-কে দায়ী করে দল ও পরিবার ছাড়েন রোহিণী আচার্য। রোহিণীর সঙ্গে বচসার পর তেজস্বীই নাকি তাঁর দিকে চপ্পল ছুঁড়ে মেরেছিলেন বলে জল্পনা উঠলেও এই বিষয় আরজেডির মুখে কুলুপ। তবে ময়দানে নেমে পড়েছে বিজেপি।
https://x.com/amitmalviya/status/1989934037356462318
রোহিণীর (Rohini Acharya) পদত্যাগের ঘটনায় আরজেডির তীব্র সমালোচনা করে বিজেপি বলেছে যে, লালু যাদব তাঁর মেয়ের কাছ থেকে কিডনি পেয়েও ছেলে তেজস্বীকে নিয়ে পক্ষপাত করেছেন। ‘চপ্পল’ পর্বের দিকে ইঙ্গিত করে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লালু যাদব পরিবারের “পুরুষতান্ত্রিক, নারী-বিরোধী এবং পুরুষ-শাসিত মানসিকতা” বলে বর্ণনা করেছেন।


