Heatwave: তীব্র দাবদাহের আশঙ্কায় ২৭ এপ্রিল অবধি বন্ধের ঘোষণা সরকারের

weather update

গরম আবহাওয়ার (Heatwave) জেরে দেশের বহু রাজ্যের অবস্থা বেহাল হয়ে গিয়েছে। বাংলাতেও হু হু করে বাড়ছে পারদ। এরইসঙ্গে দেশের বাকি কিছু রাজ্যেও একই অবস্থা। বইছে লু। এদিকে ত্রিপুরায় (Tripura) বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বুধবার রাজ্যে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তর-পূর্বের এই রাজ্যে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে আইএমডি। এই বিষয়ে শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব এন সি শর্মা বলেন, ‘২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

   

আরেক আধিকারিক জানিয়েছেন, “গোটা রাজ্য তাপপ্রবাহের কবলে পড়েছে এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই তাপপ্রবাহ এবং আর্দ্র আবহাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এটিকে রাজ্য-ভিত্তিক বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে।” জেলা প্রশাসনকে জরুরি কেন্দ্র এবং দ্রুত প্রতিক্রিয়া দল সক্রিয় করতে এবং রাজ্যের জনগণের সুরক্ষার জন্য সমস্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন