এপ্রিল মাস শুরু হতে না হতেই গ্রীষ্মের তাপ দেখা দিতে শুরু করেছে। মহারাষ্ট্রের (Heatstroke in Maharashtra) নাভি মুম্বাইয়ে তাপপ্রবাহে ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার নাভি মুম্বাইয়ের খারঘরে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানের সময় বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। খোলা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠে প্রচণ্ড রোদের কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি হতে থাকে।
স্বাস্থ্যের অবনতি হলে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার সন্ধ্যা পর্যন্ত হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৮ জন। ১৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে সব রোগীকে সরকারিভাবে যথাযথ চিকিৎসা দেওয়ার কথা বলেছেন তিনি।
জানিয়ে দেওয়া যাক যে খারঘরে ৩০৬ একর জমিতে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। শনিবার থেকেই মাঠে নেমেছিলেন অনেকে। প্রচণ্ড রোদ ও মাঠে পানিশূন্যতার কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি হতে থাকে।