প্রচণ্ড গরমে রাজ্যে মৃত্যু ১৩ জনের, ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

জুন মাসের মাঝামাঝি সময় এসে গেলেও এখনও বহু রাজ্যে গরম দাপিয়ে বেরাচ্ছে। প্রবল গরমের দাপটে ঘরে ঘরে এখন মানুষ অসুস্থ হয়ে পরছেন, সেইসঙ্গে অনেকের মৃত্যু…

জুন মাসের মাঝামাঝি সময় এসে গেলেও এখনও বহু রাজ্যে গরম দাপিয়ে বেরাচ্ছে। প্রবল গরমের দাপটে ঘরে ঘরে এখন মানুষ অসুস্থ হয়ে পরছেন, সেইসঙ্গে অনেকের মৃত্যু অবধি হচ্ছে। এরই মাঝে দেশের আরও এক রাজ্যে প্রবল গরমের (Heat Stroke) জেরে প্রাণ গেল অন্ততপক্ষে ১৩ জনের।

জানা গিয়েছে, প্রবল তাপপ্রবাহের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে গিয়েছে বিহার (Bihar)। রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় মারা গেছেন ১৩ জন। সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ঔরঙ্গাবাদে। সারন ও গয়ায় তিনজন করে মারা গিয়েছেন। রোহতাস ও ভোজপুরে একজন করে মারা গিয়েছেন। তাঁদের পরিবারের দাবি, হিট স্ট্রোকের কারণে প্রচণ্ড জ্বরের সঙ্গে বমি শুরু হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচাতে পারা যায়নি। বর্তমানে এখান বক্সার হল সবথেকে উষ্ণতম জায়গা। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পাটনা, জেহানাবাদ, নালন্দা, নওয়াদা, গয়া, শেখপুরা, জামুই, সারন, সিওয়ান জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে, আবহাওয়া দফতর রবিবার সাহারসা, মাধেপুরা, সুপল, আরারিয়া, পূর্ণিয়া, কিষাণগঞ্জ, কাটিহার জেলার কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে এবং হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। রাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশের কিছু জায়গায় তাপপ্রবাহের থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার জন্য কমলা সতর্কতা জারি করেছে।

৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা জেলাগুলি হল পাটনায় ৪৩.৩, গয়ায় ৪৫.২, চাপড়ায় ৪২.৮, দেহরি ৪৫.৬, শেখপুরা ৪৪.৫, গোপালগঞ্জে ৪২.০, জামুইয়ে ৪২.৮, বক্সার ৪৬.০, ভোজপুরে ৪৫.২, ঔরঙ্গাবাদে ৪৫.৫, নওয়াদায় ৪৪.৫, রাজগিরে ৪৪.৬, জিরাদেইতে ৪৩.১, আরওয়ালে ৪৪.৮, বিক্রমগঞ্জে ৪৪.৫ এবং মুঙ্গেরে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া পূর্ণিয়া ৩২.৪, মুজফফরপুর ৩৬.০, দ্বারভাঙ্গা ৩৫.২, সুপৌল ৩২.৬, মধুবনী ৩৪.২, মোতিহারি ৩৬.০, বেগুসরাইয়ে ৩৭.২, বাঁকা ৩৮.৬, কাটিহার ৩২.৪, আরারিয়ায় ৩০.৫ এবং বাল্মীকি নগরে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাজ্যের উত্তর-পশ্চিম, উত্তর-মধ্য ও দক্ষিণাঞ্চলের এক থেকে দুটি জায়গায় গরম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।