ক্ষতিগ্রস্ত তাঁতিদের পুনর্বাসনে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদবের

শ্রী সত্য সাই জেলার ধর্মাভরম বিধানসভা কেন্দ্রের একদল তাঁতি বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদবের (Satya Kumar Yadav) কাছে দেখা করে অবিরাম বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত তাঁত…

ক্ষতিগ্রস্ত তাঁতিদের পুনর্বাসনে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদবের

শ্রী সত্য সাই জেলার ধর্মাভরম বিধানসভা কেন্দ্রের একদল তাঁতি বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদবের (Satya Kumar Yadav) কাছে দেখা করে অবিরাম বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত তাঁত শিল্পের পুনরুদ্ধার ও ক্ষতিপূরণের দাবি জানান।

তাঁতিদের অভিযোগ, টানা বৃষ্টিতে কাঁচামালের ব্যাপক ক্ষতি হয়েছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং শতাধিক পরিবার আর্থিক সংকটে পড়েছে। তাঁদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী জেলা প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্ত তাঁতিদের চিহ্নিত করে ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দেন।

   

প্রাথমিক প্রতিবেদনে পৌর কর্তৃপক্ষ জানান, বন্যার পানি অন্তত এক ডজন এলাকায় তাঁতের গর্তে ঢুকে তাঁত, সাপ্পুরি, জরি ও অন্যান্য সামগ্রী নষ্ট করেছে। ইতিমধ্যেই ধর্মাভরম পৌর কমিশনার, রাজস্ব বিভাগীয় কর্মকর্তা ও সহকারী পরিচালক (হস্তচালিত তাঁত) দুর্গা নগর, ইন্দিরাম্মা কলোনি ও এল-৩ কলোনি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন।

Advertisements

মন্ত্রী সত্য কুমার যাদব আশ্বাস দেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা ও সহানুভূতি জানাবে। তিনি তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও ভর্তুকির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং উৎপাদন দ্রুত পুনরায় শুরু করে দীর্ঘমেয়াদি কর্মবিরতি এড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।