স্বঘোষিত ‘ভগবানে’র পতন! ভোলেবাবার গ্রেফতারি চাই, সরব ভক্তেরা

পাটনাঃ ভক্তের চোখে ভগবানের পতন! হাথরসে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে। কিভাবে একজন মানুষ নিজেকে ভগবানতুল্য প্রমাণ করতে মরিয়া হয়ে…

হাথরসের অভিযুক্ত সুরজ পাল সিং

পাটনাঃ ভক্তের চোখে ভগবানের পতন! হাথরসে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে। কিভাবে একজন মানুষ নিজেকে ভগবানতুল্য প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন তার নিদর্শন হাথরসের সত্সঙ্গ জমায়েত।

প্রাক্তণ গোয়েন্দা আধিকারিক সুরজ পাল সিং নিজেকে ‘ভগবান’ প্রমাণ করতে ধর্মীয় জমায়েতের আয়োজন করেছিলেন উত্তর প্রদেশের এই ছোট্ট শহরে। কিন্তু ভক্তের ঢলে মাত্রা ছাড়িয়ে যাওয়ায় দূর্ঘটনা ঘটে ওই জমায়েতে। ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়ে ১২১ জনের। আর এই ঘটনার পরই নড়েচড়ে বসে যোগী প্রশাসন।

   

ধ্বংসস্তূপ সরাতেই মিলছে একের পর লাশ, গুজরাতে বহুতল-বিপর্যয়ে মৃত বেড়ে ৭

ঘটনার তদন্তে নামে পুলিশ। সংসদেও বিষয়টিকে নিয়ে সরব হয় বিরোধীরা। পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দেন সত্সঙ্গ প্রধান সুরজ পাল সিং। তারপর কয়েক দিন কাটতেই গতকাল শনিবার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে প্রশাসনের ওপর আস্থা রেখে তিনি জানান, এই জটিল পরিস্থিতি থেকে ভগবানই তাঁকে রক্ষা করবেন। শনিবার এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। শুরু হয়ে শোরগোল। আর স্বঘোষিত ‘ভগবানের’ এই ভিডিও বার্তা সামনে আসতেই বেঁকে বসেন ভক্তেরা। নিজেদের ক্ষোভ প্রকাশ করে সুরজ পাল সিং-এর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন হাথরসের মানুষ।

Post Poll Violance: ভয়ঙ্কর কাণ্ড সোনারপুরে! স্ত্রী,পুত্র সহ বিজেপি কর্মী কে কোপালো দুষ্কৃতীরা

ভিডিয়ো দেখার পর আরও এক ভুক্তভোগীর বক্তব্য, ‘‘বাবা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন কী করে? ওঁকে তো অবিলম্বে গ্রেফতার করা উচিত। উনি দোষী। আমরা আর ওঁকে বিশ্বাস করি না। সব ‘সৎসঙ্গ’ বন্ধ করে দেওয়া উচিত। ওখানে মানুষকে ধোঁকা দেওয়া হয়, আর কিছুই নয়।’’ হাথরসের আর এক বাসিন্দা বলেছেন, ‘‘মানুষ মা, বোন, সন্তানকে হারিয়েছেন। ঘরে ঘরে এখন শুধু কান্না। এর জন্য দায়ী একমাত্র বাবা। ওঁকে গ্রেফতার করতেই হবে।’’

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

শনিবার ভিডিও প্রকাশ পেতেই এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর আত্মসমর্পণ করেছেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এমনকি, পাটনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সুরজ পাল সিং-এর বিরুদ্ধে প্রথম মামলাও রুজু হয়েছে শনিবারই।