বেদনাতুর ‘ভোলে বাবা’! প্রকাশ্যে হাথরসের মূল অভিযুক্ত

লক্ষ্নৌঃ হাথরসে দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। তারপর থেকেই ফেরার সত্সঙ্গ প্রধান সুরজ পাল সিং ওরফে ভোলে বাবা। এদিন হঠাত্ তার একটি ভিডিও…

অভিযুক্ত সুরজ পাল সিং

লক্ষ্নৌঃ হাথরসে দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। তারপর থেকেই ফেরার সত্সঙ্গ প্রধান সুরজ পাল সিং ওরফে ভোলে বাবা। এদিন হঠাত্ তার একটি ভিডিও বার্তা সামনে আসে। ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই ভিডিও বার্তায় হাথরসের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এই ভিডিওটি পাঠিয়েছেন তিনি।

নাছোড় রাহুল গান্ধী, অগ্নিবীরদের ক্ষতিপূরণ ইস্যুতে ফের চ্যালেঞ্জ কেন্দ্রকে

   

সেখানে তিনি বলেন,”২ জুলাইয়ের ওই ঘটনার জন্য আমি সত্যিই ব্যাথিত। ভগবান আমায় এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করুক। প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে।” তিনি আরও বলেন,”আমার বিশ্বাস, যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাঁরা প্রকৃত দোষী, তাঁদের শাস্তি হবে। আমি আমার উকিল এপি সিংহের মাধ্যমে মৃতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য কমিটির সদস্যদের অনুরোধ করেছি।’’

‘খুব আনন্দের কথা’, রাষ্ট্রপতিকে রাজ্যপালের নালিশের পরও খোশ মেজাজে স্পিকার বিমান!

Manipur Violence: রথ লক্ষ্য করে পরপর গুলি, ফের অশান্ত মণিপুর

গত ২ জুলাই হাথরসে ধর্মীয় জমায়েত সত্সঙ্গের আয়োজন করেছিল সুরজ পাল। প্রায় আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেখানে। এর আগেও একাধিক বার এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন তিনি করেছেন। বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয় প্রতি বারই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার ‘সৎসঙ্গ’ চলাকালীন বাবাকে প্রণাম করার জন্য আচমকা হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে কয়েক জন পড়ে যান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা কয়েক মিনিটের মধ্যে বিপর্যয়ের আকার নেয়। পদপিষ্ট হয়ে সেখানে এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।