অপারেশন ট্র্যাকডাউনে কুখ্যাত গ্রেফতার ৩৮

Pune Anti-Terror Operation UAPA

হরিয়ানায় অপরাধ দমনে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে রাজ্য পুলিশ। ‘অপারেশন ট্র্যাকডাউন’ (Operation Trackdown) নামে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া রাজ্যব্যাপী তল্লাশি অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩৮ জন কুখ্যাত অপরাধী। প্রত্যেকের মাথার উপর ঘোষণা করা ছিল ১৩,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত পুরস্কার। শুক্রবার চণ্ডীগড়ে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হরিয়ানা পুলিশ।

Advertisements

অপারেশনের শুরুতেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন গ্যাংচক্র, অপরাধী নেটওয়ার্ক ও ফেরারি অভিযুক্তদের ধরতে। গ্রেফতার হওয়া ৩৮ জন অপরাধীর বিরুদ্ধে মোট ২২০টি গুরুতর অপরাধ মামলা নথিভুক্ত রয়েছে। এদের মধ্যে অনেকে মাদক পাচার, খুন, চুরি, ছিনতাই, দুষ্কর্ম, দস্যুতা ও চাঁদাবাজির মতো অপরাধে একাধিকবার জড়িত।

   

পুলিশ জানিয়েছে, অপারেশন চলাকালীন ১,৯৪১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১,৩৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় পূর্ব থেকেই অভিযুক্ত আরও ২,৮৩৪ জন অপরাধীকেও আটক করা হয়েছে। অর্থাৎ, মোট ৪,২২৬ জনকে গ্রেফতার করে জেলবন্দি করা হয়েছে। রাজ্যজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।

অভিযানের সময় পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ২২৯টি আগ্নেয়াস্ত্র, ৩৪২টি কার্তুজ, ৮টি ম্যাগাজিন, তাছাড়া ছুরি, তলোয়ার এবং অন্যান্য ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে। বিভিন্ন অপরাধে ব্যবহৃত একাধিক মোটরসাইকেল ও চারচাকাও জব্দ করা হয়েছে। পুলিশ দাবি করেছে, এই সফলতার ফলে বহু বড় অপরাধমূলক প্ল্যান ভেস্তে গেছে এবং গ্যাং সদস্যদের নেটওয়ার্ক দুর্বল হয়েছে।

বিশেষত, অভিযানের সময় ১১৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে যখন তারা খুন বা খুনের চেষ্টা সহ বড় অপরাধের পরিকল্পনা করছিল। পুলিশের তৎপরতায় ৫২ জন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলে দাবি। একটি পরিবারের ওপর আক্রমণের ছকও নস্যাৎ হয়ে গিয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর হতে পুলিশ ৭৪৮টি নতুন হিস্ট্রি শিট খুলেছে এবং ৮৪০টি পুরনো হিস্ট্রি শিট আপডেট করেছে। এর ফলে নজরদারি আরও শক্তিশালী করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisements

এছাড়া অভিযানের সময় ৮৪ জন অপরাধীর জামিন বাতিল করিয়ে তাদের ফের জেলবন্দি করা হয়েছে। পাশাপাশি, ৬৭০ জন অপরাধপ্রবণ ব্যক্তির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা ভবিষ্যতে অপরাধে জড়াবে না বলে লিখিত প্রতিশ্রুতিও দিয়েছে।

হরিয়ানা পুলিশ শুধু গ্রেফতার নয়, অপরাধীদের আর্থিক শক্তিকেও দুর্বল করার উদ্যোগ নিয়েছে। অভিযানের সময় ২০৫ জন অপরাধীর অবৈধ সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬টি সম্পত্তি জব্দ, ৩টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। অবশিষ্টগুলির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান।

চিহ্নিত সম্পত্তির মধ্যে ৯ জন কুখ্যাত অপরাধীর সম্পত্তির মূল্য ৫ কোটিরও বেশি, অন্যদিকে সমস্ত অবৈধ সম্পত্তির মোট মূল্য ১১৪ কোটির ওপর। পুলিশ বলছে, অপরাধীদের আর্থিক ভিত্তি ভেঙে দিলে অপরাধ দমনে স্থায়ী প্রভাব পড়বে।

সাফল্যের জেরে ‘অপারেশন ট্র্যাকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযান হরিয়ানায় অপরাধ দমনে একটি “নির্ণায়ক আঘাত” হিসেবে প্রমাণিত হয়েছে।