ব্যাট হাতে বাইশ গজে তিনি যেকোনও বোলারের জন্য ছিলেন আতঙ্ক। টেস্ট হোক কিংবা ওয়ান ডে, তাঁর ব্যাটিং স্টাইলে ঝড় উঠত বাইশ গজে। আর সেই বীরেন্দ্র সেহবাগই এবার কংগ্রেসের হয়ে ব্যাট ধরলেন হরিয়ানায়। অক্টোবরেই ভোট হরিয়ানায় (Haryana Election 2024)। তার আগে তোহসাম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরির হয়ে প্রচারে নামলেন বীরু (Virendra Sehwag)।
পুজোর মুখে একাধিক সুখবর শোনাল রেল, ঘোষিত হল ট্রেনের পরিবর্তিত সময়
এই প্রসঙ্গে তিনি বলেন, “অনিরুদ্ধ আমার বড় ভাইয়ের মতো। ওনার বাবা রনবীর সিং মহেন্দ্র, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে খুব সাহায্য করেছেন। আজ ও র খুব প্রয়োজন আমাকে, তাই আমি ওর সমর্থনে প্রচারে নেমেছি। তোহসামের মানুষকে আমার আবেদন তাঁরা যেন অনিরদ্ধকে ভোট দিয়ে জেতায়।”
পূর্ব নির্ধারিত নির্দেশমতো পুজোর আগে কাউন্সেলিং শুরু উচ্চ প্রাথমিকে
সেহবাগের প্রচার নিঃসন্দেহে হরিয়ানায় কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ অনিরদ্ধ চৌধুরির দাদু ইন্দিরা গান্ধীর ঘনিষ্ট ছিলেন, তিনি চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন হরিয়ানায়, তবে এবারের তোহসাম কেন্দ্রে অনিরুদ্ধের লড়াই তাঁর খুড়তুতো বোন শ্রুতি চৌধুরির সঙ্গে যিনি বিজেপির হয়ে ভোটে লড়ছেন।
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, পুজোয় ভাসবে বাংলা!
শ্রুতি নিজেও ২০০৯ সালের লোকসভা ভোটে ভিওয়ানি-মহেন্দ্রগড় আসনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। বৃহস্পতিবারই শেষ হচ্ছে হরিয়ানার ভোট প্রচার। শনিবার প্রথম দফার ভোট। তারপর আগামী ৮ অক্টোবর ভোটের ফলাফল। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।