Congress MLA: রাম নামে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেস বিধায়ক

Neeraj Sharma

ফরিদাবাদ: বিজেপির অস্ত্র রাম। সেই অস্ত্রেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ। সৌজন্যে কংগ্রেস বিধায়ক (Congress MLA)।
গায়ে সাদা পাঞ্জাবী। উপরের একদিকে স্বস্তিক চিহ্ন। অন্যদিকে লেখা, জয় সিয়া রাম। এই পোশাক হরিয়ানার কংগ্রেস বিধায়ক নীরজ শর্মার। পাঞ্জাবীর নীচের দিকে নিজের বিধানসভা এলাকার দুর্দশার ছবি। বেহাল রাস্তা, খোলা ম্যানহোল, ড্রেন থেকে উপচে পড়ছে জল।

কংগ্রেস বিধায়কের দাবি, বারবার বলা সত্ত্বেও বিজেপি পরিচালিত রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। ফরিদাবাদ পুরসভার উন্নতির জন্য টাকা বরাদ্দ হলেও সেই টাকা দিচ্ছে না। তাই এই অভিনব প্রতিবাদ।

   

প্রতিবাদী পাঞ্জাবী পরেই মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোচ্ছিলেব ফরিদাবাদ এনআইটির কংগ্রেস বিধায়ক। যদিও তাঁকে বিধায়ক হস্টেলের সামনে থামিয়ে দেয় পুলিশ। কংগ্রেস বিধায়কের এহেন প্রতিবাদকে পাত্তা দিচ্ছে না বিজেপি। তাদের বক্তব্য, “প্রচার পেতে নীরজ শর্মা এসব করছেন।”

দিল্লি লাগোয়া ফরিদাবাদে অনেক বাঙালির বসবাস। সেখানেই সরকারি পরিষেবা মিলছে না বলে অভিযোগ করছেন খোদ বিধায়ক। রাম মন্দির নিয়ে যখন দেশ জুড়ে উত্তেজনা তখন রাম নামেই প্রতিবাদ কংগ্রেস বিধায়কের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন