বিজেপির ভোট ব্যাংকের অংকেই ৪ বছরে ২৫০ দিন জেলমুক্ত ধর্ষক ধর্মগুরু রাম রহিম?

আবারও খবরের শিরোনামে গুরুমিত রাম রহিম ইনসান। আর জি কর ধর্ষণ কাণ্ডে গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশ জুড়ে প্রবল চাঞ্চল্য পড়ে গিয়েছে। আর তারই…

আবারও খবরের শিরোনামে গুরুমিত রাম রহিম ইনসান। আর জি কর ধর্ষণ কাণ্ডে গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশ জুড়ে প্রবল চাঞ্চল্য পড়ে গিয়েছে। আর তারই মধ্যে একাধিক ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত ধর্মগুরু পাচ্ছেন প্যারোলে ছাড়া। তাও আবার নিজের জন্মদিন সেলিব্রেশানের জন্য।

আর এখানেই প্রশ্ন উঠছে রাজনীতির অঙ্কতেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন সাজাপ্রাপ্ত আসামি তথা ধর্ষক ধর্মগুরু? হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সৌদার ধর্মগুরুর রাম রহিমের বিরুদ্ধে অভিযোগের লিস্ট টা অনেক লম্বা। নিজের আশ্রমে দু দুজন শিষ্যাকে একাধিকবার ধর্ষণ সহ একাধিক খুনের অভিযোগে সাজা কাটছেন এই বিতর্কিত ধর্মগুরু। কুড়ি বছরের জেল হয়েছে তার। কিন্তু এখনো অবধি বারংবার প্যারোলে মুক্তি পেয়েই চলেছেন রাম রহিম।

   

বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে প্যারোলে মুক্তি পাচ্ছেন এই ধর্ষক ধর্মগুরু। তার প্যারোলে বাইরে যাওয়া হরিয়ানা জেল কর্তৃপক্ষ বারংবার মঞ্জুরও করছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৮৩ দিন জেলের বাইরে ছিলেন এই সাজাপ্রাপ্ত আসামী। ২০২৩ সালে ১০১ দিন জেলের বাইরে ছিলেন এই আসামী। আর ২০২৪ সালের আগস্ট মাস অবধি ৭১ দিন প্যারোলে মুক্তি হয়ে গেছে তার।

আগামী ১৫ তারিখে রাম রহিমের জন্মদিন। তাই এবার জন্মদিন সেলিব্রেশন এর জন্য আবারও প্যারোলে মুক্তির আবেদন জমা পড়েছিল। গত বছরও জন্মদিন সেলিব্রেশনের জন্য ৪০ দিনের প্যারোল পেয়েছিল সে। সেই সময় তাকে একটা মস্ত তলোয়ার নিয়ে কেক কাটতে দেখা দিয়েছিল। কিন্তু এবার রাম রহিমের প্যারোলে মুক্তির বিরোধিতা করেছিল শিখ প্রবন্ধক কমিটি।

আদালতে এই নিয়ে মামলা দায়ের হলে আদালত গোটা বিষয়টি কারা দপ্তরের হাতেই ছেড়ে দেয়। আর কারা দপ্তরের সিদ্ধান্ততেই মঙ্গলবার সকালে রাজকীয়ভাবে প্যারোলে মুক্তি নিয়ে বেরোলেন ধর্ষক রাম রহিম ইনসান। হরিয়ানার রোহতকের জেল থেকে বিলাসবহুল গাড়ির কনভয় নিয়ে উত্তরপ্রদেশের দিকে রওনা দিলেন এই ধর্ষক ধর্মগুরু। যোগি রাজ্যের বাগপতের ডেরাতেই তিনি তার জন্মদিন পালন করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর সেখানেই তার ভক্তদেরও সমাগম হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কিন্তু বারবার কেন ধর্ষক ধর্মগুরু প্যারোলে মুক্তি পেয়েই চলেছেন? বিশেষজ্ঞদের মতে এর পিছনে অংকটা রাজনৈতিক। নভেম্বরেই হরিয়ানাতে ভোট। বিতর্কিত এবং সাজাপ্রাপ্ত হলেও ধর্মগুরু রাম রহিমের এখনও ভালই প্রভাব রয়েছে গোটা হরিয়ানা জুড়ে। আর সে ক্ষেত্রে তার ডেরার সমর্থকদের ভোট পেতে মরিয়া বর্তমান শাসক শিবির। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। যদিও হরিয়ানায় বর্তমানে বিজেপির শাসন চলছে। কিন্তু গত লোকসভায় সেখানে কংগ্রেসের যথেষ্ট ভালো ফল হয়েছে। বিধানসভার হিসেবে কংগ্রেস সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে বিজেপিকে।

আর তাই যেকোনও মূল্যেই ভোট ব্যাংকের অঙ্ক হাতছাড়া করতে নারাজ বিজেপি শিবির? বারংবার প্যারোলে মুক্তি দেওয়ার পিছনে তাহলে কি তাহলে তুষ্ট করার রাজনীতি চলছে? ইতিমধ্যেই হরিয়ানায় সেই প্রশ্ন উঠে গিয়েছে।

কলকাতার ঘটনায় যেদিন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল, সেদিনই সকালে প্যারোলে মুক্তি পাচ্ছেন আরেক ধর্ষক। ভোট বাক্সের অঙ্কতে কী তাহলে সাত খুন মাফ হয়? রাম রহিমের জেলের বাইরের ফুর্তিতে রাজনীতির ‘ইনসানিয়াৎ’ নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে বারবার।