হরিয়ানায় ভোটগণনায় শুরু হাড্ডাহাড্ডি লড়াই, কে এগিয়ে রইল কংগ্রেস নাকি বিজেপি?

২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর এবার মঙ্গলবার ৮ অক্টোবর প্রকাশিত হতে চলেছে হরিয়ানার বিধানসভার ফলাফল (Haryana Assembly Election Result 2024)। ইতিমধ্যেই সকাল সকাল ৮টা থেকে…

Haryana Assembly Election Result 2024

২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর এবার মঙ্গলবার ৮ অক্টোবর প্রকাশিত হতে চলেছে হরিয়ানার বিধানসভার ফলাফল (Haryana Assembly Election Result 2024)। ইতিমধ্যেই সকাল সকাল ৮টা থেকে সেখানে শুরু হয়ে গিয়েছে ভোটগণনার কাজ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গোনার পরে শুরু হবে ইভিএমের ভোট গণনা। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৪৬ আসন।

কিন্তু সকাল থেকেই সেখানে জোর টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের। বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, সকালে কংগ্রেসের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। কিন্তু প্রাথমিক গণনায় প্রতি মুহূর্তে চিত্রটা পাল্টাচ্ছে। কখনও কংগ্রেস এগোচ্ছে তো কখনও আবার বিজেপি। হরিয়ানায় ভোটগণনার প্রাথমিক দিকে দেখা যাচ্ছিল, গণনা শুরুর প্রথম ১৫ মিনিটে কংগ্রেস ও বিজেপি উভয়েই এগিয়ে ছিল ১০টি আসনে।

   

অন্যান্যরা এগিয়ে ছিল তিনটি আসনে। গণনা শুরুর পর প্রথম দিকে কিছুটা পিছিয়ে পড়েছিল বিজেপি। তবে দ্বিতীয় ঘণ্টায় পদ্মশিবির আসন সংখ্যা বৃদ্ধি করেছে। এদিকে কমে গিয়েছে কংগ্রেসের এগিয়ে থাকা আসন সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, হরিয়ানায় কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ভোটগণনায় বিজেপি এগিয়ে রয়েছে ৪৬টি আসনে।

ভোটগণনার প্রথম দু’ঘণ্টায় সংখ্যাগরিষ্ঠতার নম্বর এই প্রথম বার স্পর্শ করল পদ্মশিবির। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৭টি আসনে। আইএনএলডি এবং বিএসপির জোট তিনটি আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে রয়েছে পাঁচটি আসনে। এদের মধ্যে পাঁচ জনই নির্দল। এই মুহূর্তে কোনও আসনে এগিয়ে নেই জেজেপি। অন্যদিকে জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে রয়েছে ৪৭ টি আসনে।

আর বিজেপি এগিয়ে রয়েছে ২৮টি আসনে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। যদিও বুথফেরত সমীক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ হরিয়ানার বিদায়ি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নায়াব সিংহ সাইনি। বিজেপির ফের ক্ষমতায় আসবে বলে আশাবাদী তিনি। ওদিকে হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, গণনার দিনের জন্য ৯০ জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

২২ জেলায় ৯০টি বিধানসভা আসনের জন্য মোট ৯৩টি গণনাকেন্দ্র রয়েছে। হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন কুস্তিগীর বিনেশ ফোগাট। তাঁর বিপরীতে বিজেপির টিকিটে লড়ছেন সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন যোগেশ বৈরাগী। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর হুডা মনে করছেন এবার তাঁদের দলই সরকার গঠন করবে।

এবার তিনি গরহি সম্পলা-কিলই থেকে প্রার্থী হয়েছেন। এখনও পর্যন্ত গণনা শুরুর পর থেকে পিছিয়ে রয়েছেন অম্বালা ক্যান্টনমেন্টের বিজেপি প্রার্থী অনিল ভিজ। প্রসঙ্গত, ৫ অক্টোবর হরিয়ানায় এক দফাতেই ভোট হয়েছে। সেদিন ভোট পড়েছিল প্রায় ৬৭.৯০ শতাংশ। চলতি বছরে সেখানে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩১ জন প্রার্থী।

তাঁদের মধ্যে রয়েছেন ১০১ জন মহিলা প্রার্থী এবং ৪৬৪ জন নির্দল প্রার্থী। তবে এখনও পর্যন্ত অনেক রাউন্ডের ভোটগণনা বাকি রয়েছে। কিন্তু ভোটগণনা শুরুর পর থেকে যেভাবে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাতে এবারে হরিয়ানায় বিধানসভা ভোটে যে কেউ বাজিমাত করতে পারে।