BJP: প্রার্থী নির্বাচনে বেকায়দায় বিজেপি

লোকসভা ভোট আসন্ন। এখনও পর্যন্ত সময়সূচী স্থির না হলেও প্রস্তুতি এখন থেকেই তুঙ্গে। এমতবস্থায় নির্বাচনের আসনের নিরিক্ষে দেখতে গেলে অন্যান্য আসনের তুলনায় হরিদ্বার জটিল জায়গায়…

Bjp

লোকসভা ভোট আসন্ন। এখনও পর্যন্ত সময়সূচী স্থির না হলেও প্রস্তুতি এখন থেকেই তুঙ্গে। এমতবস্থায় নির্বাচনের আসনের নিরিক্ষে দেখতে গেলে অন্যান্য আসনের তুলনায় হরিদ্বার জটিল জায়গায় দাড়িয়ে। বিজয়ী প্রার্থী খুঁজে পাওয়া জটিল হয়ে দাড়াচ্ছে বিজেপির (BJP) পক্ষে।

Advertisements

দল অন্যান্য প্রতিযোগীদের নাম গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখছে। গত ২০২২-র বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া ২৩টি বিধানসভা আসনের মধ্যে ৭ টি শুধুমাত্র হরিদ্বার জেলার। সেই কারনেই লোকসভা ভোটের আগে খুব ভাবনা চিন্তা করে দল প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে রাজনীতিবিদরা মনে করছেন যে, জাতপাতের সমীকরণ হল আসল কারন। তাই এই আসনে বিজেপির প্রার্থী নির্বাচন করা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দারিয়েছে ইতিমধ্যে। বিজেপি যেহেতু ৫ ভোটে জয়ের দাবি জানিয়েছে, তাই সব দিক খতিয়ে দেখেই প্রার্থী তালিকা ঠিক করবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন