হোস্টেলের ঘরে দ্বাদশ শ্রেণির ছাত্রকে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো ঘিরে তুলকালাম

জুনাগড়: হোস্টেলের ঘরে দ্বাদশ শ্রেণির ছাত্রর উপর চরম নির্যাতন৷ গুজরাটের জুনাগড়ের এই ঘটনা সামনে আসতেই তীব্র আলোড়ন। সহপাঠীদের হাতে মারধরের সেই দৃশ্য ধরা পড়ে মোবাইল…

Gujarat hostel student assault

জুনাগড়: হোস্টেলের ঘরে দ্বাদশ শ্রেণির ছাত্রর উপর চরম নির্যাতন৷ গুজরাটের জুনাগড়ের এই ঘটনা সামনে আসতেই তীব্র আলোড়ন। সহপাঠীদের হাতে মারধরের সেই দৃশ্য ধরা পড়ে মোবাইল ক্যামেরায়, যা পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সামনে আসতেই পুলিশ চার অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কিশোর ন্যায়বিচার আইনে মামলা রুজু করেছে। তদন্তে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

কী থেকে সূত্রপাত?

ঘটনার সূত্রপাত ২৬ জুলাই এক কাবাডি ম্যাচকে কেন্দ্র করে। খেলার মাঠে তর্কাতর্কির জেরে পরদিন রাতে হোস্টেল ঘরে চারজন মিলে ওই ছাত্রকে বেধড়ক মারধর করে। সহপাঠীদের মধ্যে কেউ একজন ঘটনার ভিডিও তুলে তা ছড়িয়ে দেয়। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর নির্যাতনের ঘটনা।

   

পুলিশ আধিকারিক হিতেশ ধনধালিয়া জানিয়েছেন, “অভিযোগ এবং ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ঘটনার পরে কী পদক্ষেপ নিয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”

স্কুলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ Gujarat hostel student assault

ভুক্তভোগী ছাত্রের পরিবার স্কুলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ছেলের বাবা বিমল চোঁচা বলেন, “আমরা ঘটনার খবরই পাইনি। স্কুল কিছু জানায়নি, বরং সবটা চাপা দেওয়ার চেষ্টা করেছে। পরে ইনস্টাগ্রামে ভিডিয়ো দেখে আমরা বিষয়টি জানতে পারি।”

Advertisements

কাকা রানাভাইয়ের অভিযোগ আরও সরাসরি, “ঘটনার পরদিনই স্কুল সব জেনে গিয়েছিল। অথচ অভিযুক্তদের চুপচাপ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। যদি ছেলের প্রাণহানি ঘটত, দায়িত্ব নিত কে? এই ধরনের স্কুলের স্বীকৃতি বাতিল হওয়া উচিত।”

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার কয়েকদিন আগে ভাদোদরায় এক স্কুলে ছুরি নিয়ে সহপাঠীকে খুন করেছে এক ছাত্র। ধারাবাহিক এই ঘটনাগুলি গুজরাট জুড়ে শিশুদের নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে গভীর প্রশ্ন তুলছে।

Bharat: A shocking incident of a Class 12 student’s brutal assault by classmates at a Junagadh hostel goes viral. Police have booked four students under the Juvenile Justice Act as questions are raised about the school administration’s alleged cover-up.