BBC: গুজরাট গণহত্যার তথ্যচিত্র বিতর্ক, এখনও আটকে বিবিসি সংবাদকর্মীরা

প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন যে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল তার ভিত্তিতে তথ্যচিত্র বানানোর পর বিতর্কে বিবিসি (BBC)। তথ্যচিত্র প্রকাশের পর আচমকা আয়কর বিভাগের অভিযান শুরু হয় ভারতে বিবিসি দফতরে।

BBC Documentary Controversy

প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন যে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল তার ভিত্তিতে তথ্যচিত্র বানানোর পর বিতর্কে বিবিসি (BBC)। তথ্যচিত্র প্রকাশের পর আচমকা আয়কর বিভাগের অভিযান শুরু হয় ভারতে বিবিসি দফতরে। ৪৮ ঘন্টা পার হয়েছে। এখনও বিবিসি অফিসে চলছে আয়কর বিভাগের অভিযান।

বিবিসির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। যা নিয়ে বিতর্কের সুচনা। এরপরেই আয়কর বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

গত ৪৮ বিবিসির দিল্লি অফিসে আটকে রয়েছেন দশ জন কর্মী। সূত্রের খবর, তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এখনও অবধি সমস্ত তথ্য উদ্ধারের কাজ জারি রয়েছে। তবে এখনও অবধি বিবিসির তরফে কাজ জারি রাখা হয়েছে। বহু কর্মী ওয়ার্ক ফ্রম হোম করছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বিবিসির অফিসে অভিযান চালায় আয়কর বিভাগ। তারপর থেকে একটানা চলছে সমীক্ষা।

আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, এটা রুটিন সমীক্ষা। বিবিসির ব্যবসা সম্পর্কিত সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। বিদেশের টাকার লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, বিবিসি অফিসের তরফে নিয়মিত করে ফাঁকি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক কর আইন লঙ্ঘন এবং স্থানান্তর মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ রয়েছে বিবিসির বিরুদ্ধে।

২০০২-এর গুজরাটে হিংসা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে। যা নিয়ে সরব হয়েছে বিজেপি সহ একাধিক সংগঠন। বিবিসি ডকুমেন্টরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে