Gujarat Election: ভোটের আগে পাকিস্তানিদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল মোদী সরকার

গুজরাট বিধানসভা ভোটের (Gujarat Election) আগে পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আসা সেই দেশগুলির সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল মোদী সরকার। নাগরিকত্ব সংশোধনী আইনের…

গুজরাট বিধানসভা ভোটের (Gujarat Election) আগে পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আসা সেই দেশগুলির সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল মোদী সরকার। নাগরিকত্ব সংশোধনী আইনের বলে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ভারতে আসা সেই দেশগুলির সংখ্যালঘু (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও শিখ) নাগরিকরা এবার ভারতের নাগরিক হলেন।

এভাবে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে অভিযোগ উঠছে বিস্তর। তবে সরকারের দাবি, ভারতে আসা বিভিন্ন দেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে আসছেন। তাদের নিরাপত্তা দিতে এই পদক্ষেপ। গুজরাটে মোহসেনা ও আনন্দ জেলায় ভিনদেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।   

এদিকে ভিনদেশের নাগরিকদের ভারতীয় নাগরিক করার প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গে মতুয়ারা চাইছেন দ্রুত তাদের নাগরিকত্ব প্রদান করুক মোদী সরকার।

গত কয়েক বছর ধরেই বাংলায় বিজেপির ভোটব্যাংক মতুয়া সম্প্রদায়। বারবার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবার করেছেন বিজেপি নেতারা। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতেই আরও একবার প্রশ্ন তুলছে মতুয়া সম্প্রদায়। 

মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, কেউ যদি ভেবে থাকে এটা ভোটের জন্য করছেন আমার সেখানে অস্বীকার করার কিছু নেই। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বলেছেন, কোভিড ফ্যাক্টর, সুপ্রিম কোর্ট ফ্যাক্টর। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন তাই মানুষের সামনে সেবিষয়ে বারবার বলা যায় না। যেটা লজিক্যালি লিগাল সেটাকে মানুষ প্রত্যাহার করতে পারে না।