Gujarat: মোদি রাজ্যে কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেল করে ১৬ মাস ধরে গণধর্ষণ

gujarat-college-student-raped-16-months-blackmail-nude-video

গুজরাটের বানাসকান্ঠা জেলার এক কলেজ ছাত্রীকে ১৬ মাস ধরে সাতজন ব্যক্তি বারবার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তাঁকে নগ্ন ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এই জঘন্য কাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে, যখন ২০ বছর বয়সি ওই তরুণী পালনপুরের একটি কলেজে পড়তে শুরু করেন। অভিযুক্তদের মধ্যে একজন, বিশাল চৌধুরী, ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ২০২৩ সালের নভেম্বরে তিনি তাঁকে একটি হোটেলে প্রাতঃরাশের জন্য আমন্ত্রণ জানান। সেখানে ইচ্ছাকৃতভাবে তাঁর পোশাকে খাবার ফেলে দেওয়া হয় এবং পরিষ্কার করার অজুহাতে তাঁকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এফআইআর (FIR) অনুযায়ী, বাথরুমে কাপড় খোলার সময় বিশাল ঢুকে পড়েন এবং তাঁর ভিডিও ধরেন।

   

ছাত্রীটি প্রতিবাদ করলে, অভিযুক্ত তাকে ভিডিও প্রকাশ করার এবং ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এই ভিডিওর ভয় দেখিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে তাকে তার বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয়। সোমবার দায়ের করা এফআইআরে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

শেষ পর্যন্ত ছাত্রীটি পালনপুর তালুকা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ছয়জন চিহ্নিত এবং একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় গণধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা দায়ের করেছে। এছাড়াও, তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল উপাদান প্রকাশ বা প্রেরণের অভিযোগে মামলা করা হয়েছে।

পালনপুর তালুকা থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন