ধ্বংসস্তূপ সরাতেই মিলছে একের পর লাশ, গুজরাতে বহুতল-বিপর্যয়ে মৃত বেড়ে ৭

বহুতল ভেঙে (Gujarat Building Collapse) পড়ার পর প্রায় একদিন পেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও শেষ হয়নি উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরাতেই মিলছে একের পর লাশ গুজরাতে সুরাতে বহুতল…

বহুতল ভেঙে (Gujarat Building Collapse) পড়ার পর প্রায় একদিন পেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও শেষ হয়নি উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরাতেই মিলছে একের পর লাশ গুজরাতে সুরাতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭। শনিবার দুপুর নাগাদ ওই বহুতলটি ভেঙে পড়ে। প্রথমে একজনের দেহ উদ্ধার হলেও গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে আরও ৬ টি দেহ উদ্ধার করা হয়।

ফলে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। ধ্বংসস্তূপের নীচে আও কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ এবং এসডিআরএফ দল জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। রবিবার ডিসিপি রাজেশ পারমার বলেন, একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ৭ জনের দেহ মিলেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

   

শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে পাল এলাকায় অবস্থিত ৬-তলা বহুতলটি ধসে পড়ে। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষই পুলিশ এবং দমকলকে খবর দেয়। ঘটনার পরপরই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্থানীয় দমকল বিভাগের দল এলাকায় পৌঁছয়।

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

বেশ কয়েকজন মহিলাকে জীবিট অবস্থায় উদ্ধার করেন তাঁরা। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক। শনিবার রাতে একটি দেহ উদ্ধার হয়। উদ্ধারকারী দল রাতভর কাজ করে। গভীর রাতে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আরও ৬ জনের মরদেহ উদ্ধার করে।

সচিন জিআইডিসি থানার পরিদর্শক জিগনেশ চৌধুরী বলেন, জোরকদমে উদ্ধারকাজ চলেছে। সারা রাত বিভিন্ন উদ্ধারকারী দল কাজ করে গিয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ৭ জনের দেহ মিলেছে। ধ্বংসস্তূপের নীচে আও কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post Poll Violance: ভয়ঙ্কর কাণ্ড সোনারপুরে! স্ত্রী,পুত্র সহ বিজেপি কর্মী কে কোপালো দুষ্কৃতীরা