পুজোর আগে GST হ্রাসে স্বস্তি! জামাকাপড় ও খাদ্যদ্রব্যে কমতে পারে করের বোঝা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট লালকেল্লা থেকে দেশের জিএসটি সংস্কারের নতুন ধারা ঘোষণা করেছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী দুটি মূল স্ল্যাব—৫% ও ১৮%—লাগু করার কথা…

gst reform india

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট লালকেল্লা থেকে দেশের জিএসটি সংস্কারের নতুন ধারা ঘোষণা করেছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী দুটি মূল স্ল্যাব—৫% ও ১৮%—লাগু করার কথা বলা হয়েছিল। এরপর ২০ ও ২১ অগাস্ট দিল্লিতে মন্ত্রিগোষ্ঠীর (GoM) বৈঠকে ১২% ও ২৮% স্ল্যাব বাতিলের প্রস্তাবকেও অনুমোদন মিলেছে। এবার সেই সংস্কারে আরও বড় আপডেট সামনে এসেছে। সরকারি সূত্র অনুযায়ী, টেক্সটাইল এবং খাদ্যপণ্যও ৫% স্ল্যাবের আওতায় আনা হতে পারে, যা সাধারণ মানুষের ওপর করের বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারের লক্ষ্য

নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারের মূল লক্ষ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে করের বোঝা কমানো। টেক্সটাইল, খাদ্যদ্রব্য ও সিমেন্টের মতো গুরুত্বপূর্ণ পণ্যের ওপর জিএসটি হার হ্রাসের পাশাপাশি কিছু জনপ্রিয় পরিষেবাও ১৮% থেকে ৫% স্ল্যাবে আনার প্রস্তাব চলছে। বিশেষ করে সেলুন, বিউটি পার্লারসহ গণ-ব্যবহারের পরিষেবা ও সিমেন্টের ওপর কর কমানো নিয়ে সরকার পর্যবেক্ষণ করছে, যা নির্মাণ ও বস্ত্র খাতের দীর্ঘদিনের দাবিকে পূরণ করবে।

   

বর্তমানে ব্র্যান্ডবিহীন মিষ্টির ওপর ৫% জিএসটি প্রযোজ্য, কিন্তু ব্র্যান্ডেড ও প্যাকেজ করা মিষ্টি, কার্বনেটেড পানীয় ইত্যাদির ওপর ১৮% ধার্য। পোশাকের ক্ষেত্রে ১০০০ টাকা বা তার কম মূল্যের পোশাকের ওপর ৫% এবং তার বেশি মূল্যের পোশাকের ওপর ১২% জিএসটি প্রযোজ্য। নতুন সংস্কার বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি সুবিধা পৌঁছাবে এবং উৎসব মৌসুমে ক্রেতাদের জন্য বড় স্বস্তি তৈরি করবে।

রাজস্বে প্রভাব পড়তে পারে gst reform india

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এর আগে ২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জিএসটি কর্মকর্তাদের সঙ্গে প্রাক-আলোচনা অনুষ্ঠিত হবে। নতুন কাঠামোর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের রাজস্বে প্রভাব পড়তে পারে, যেখানে প্রাথমিকভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।

Advertisements

সরকারি সূত্র জানাচ্ছে, দুর্গাপুজো ও দীপাবলির আগে জিএসটি হ্রাস কার্যকর করা হতে পারে। চলতি বছরের দীপাবলি ২১ অক্টোবর। ফলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য এটি আগাম উৎসবের এক গুরুত্বপূর্ণ উপহার হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসের ভাষণে ইতিমধ্যেই জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সাধারণ মানুষের ওপর করের বোঝা কমাবে, এবং এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে।

Bharat: India is set to implement a major GST reform, potentially bringing key products like textiles, food items, and cement under a simplified 5% slab. This move, discussed by the GoM, aims to reduce the tax burden on common citizens and streamline the two-slab system announced by PM Modi.