কাঁটাতার পেরিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ ৯ বাংলাদেশীর, ধরে ফেলল রেল

 

দেশে এবার বড়সড় অনুপ্রবেশ রুখে দিল রেল। কাঁটাতাড় পেরিয়ে ভারতে প্রবেশ করতেই বহু বাংলাদেশী অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরে ফেলল জিআরপি। সকলকে ত্রিপুরার আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ।  ৯ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৬ জন মহিলা এবং ৩ জন পুরুষ রয়েছেন।

   

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলওয়ে স্টেশনে ছয় মহিলা ও তিন পুরুষসহ ৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ওই গোটা দোলতিকে ধরে ফেলে। অভিযোগ, ধৃতরা যথাযথ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করেছিল এবং দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার পরিকল্পনা করছিল।

ধৃতরা হলেন- নড়াইলের নিলুফা বেগম (৩৪), খুলনার জান্নাতি আক্তার (১৯), খুলনার মিরাজ খান (২৮), খুলনার আকাশ হাওলাদার (১৮), খুলনার লিটন হাওলাদার (৪০), খুলনার সালমা বেগম (৪৩), বগুড়ার রিপন প্রামাণিক ওরফে সাকিলা (৩০), বগুড়ার ইব্রাহিম আকুন্দা ওরফে জলিল (৪৫)। স্মার্ট আলী ওরফে সুরভী (২৭)সিরাজগঞ্জ। এদের জিআরপি আটক করেছে এবং সকলকেই আগামীকাল রবিবার আদালতে হাজির করা হবে।

এই ঘটনা নতুন করে অনুপ্রবেশের মতো ঘটনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখালো।  এই ঘটনা সরকারের কাছে যে যথেষ্ট চ্যালেঞ্জর তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকা ও ট্রানজিট পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে কর্তৃপক্ষ। জিআরপি নাগরিকদের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করার আহ্বান জানায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন