মঙ্গলবার সাত সকালে গ্রেনেড হামলায় কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir)। জানা গিয়েছে, এদিন রামবান (Ramban) জেলায় গ্রেনেড বিস্ফোরণ হয়। ইতিমধ্যে এই হামলা দায় স্বীকার করে নিয়েছে গজনাভি বাহিনী।
Advertisements
মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার একটি পুলিশ চৌকি লক্ষ্য করে জঙ্গিরা একটি গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় ব্যাপক কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করে।
যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।
এ বিষয়ে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মুকেশ সিং বলেন, “পুলিশ ফাঁড়ির চত্বরের কাছে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে, যা পুলিশ স্টেশন গুলের এখতিয়ারের মধ্যে পড়ে।”
Advertisements
জম্মু কাশ্মীর গজনবী ফোর্স (জেকেজিএফ) একটি চিঠিতে এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন এডিজিপি।


