HomeWorldBangladeshউত্তর পূর্ব ভারত নিয়ে তুরস্ককে পাশে টানলেন ইউনুস

উত্তর পূর্ব ভারত নিয়ে তুরস্ককে পাশে টানলেন ইউনুস

- Advertisement -

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের হাতে আবারও বিতর্কের আগুন জ্বলে উঠেছে। গত মাসে পাকিস্তানের জেনারেল সাহির শামশাদ মির্জাকে উপহার দিয়েছিলেন ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ নামক একটি শিল্পকর্ম, যার কভারে ভারতের অসম সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো ম্যাপ। এবার সেই একই ‘গ্রেটার বাংলাদেশ’ চিত্রকল্প নিয়ে তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধি দলকে উপহার দিয়েছেন ইউনুস।

একটি প্রতিবেদন অনুসারে, এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত দলিলে ‘যুদ্ধ পরিকল্পনা’ এবং ‘বিজয়োত্তর শাসন ব্যবস্থা’র ইঙ্গিত রয়েছে, যা অসমকে বাংলাদেশের অধীনে রূপান্তরিত করার কথা বলে। এই ঘটনা ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক বৃত্তে ঝড় তুলেছে প্রশ্ন উঠছে, ইউনুস কি উন্মুক্তভাবে ভারতকে উস্কানি দিচ্ছেন? সময় এসেছে কি শাস্তির?ইউনুসের এই উপহারের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা নির্দিষ্ট প্যাটার্নের অংশ।

   

স্ত্রীয়ের কিডনি বিক্রি করতে গিয়ে ধরা পড়ল স্বামী সহ ৪!

গত ২৬ অক্টোবর, ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল মির্জার সঙ্গে সাক্ষাতে ইউনুস ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি তুলে দেন। এই বইটি গত বছরের ছাত্র-আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে তৈরি, যাতে দেয়ালচিত্র এবং গ্রাফিতির সংকলন রয়েছে। কিন্তু কভারের ম্যাপটি যেন আগুনের ফুলকি তাতে ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্য, বিশেষ করে আসাম, অরুণাচল, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়কে বাংলাদেশের সীমান্তে যুক্ত করে দেখানো হয়েছে।

এটি ‘গ্রেটার বাংলাদেশ’ ধারণারই প্রতিফলন, যা চরমপন্থী ইসলামি গোষ্ঠীগুলোর মতো সালতানাত-ই-বাংলার মতো সংগঠন দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এই গোষ্ঠী মিয়ানমারের রাখাইন অঞ্চলসহ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার অংশগুলোকেও গ্রাস করার স্বপ্ন দেখে।এবার তুরস্কের ঘটনা। এবার তুরস্কের ঘটনা। ৩ নভেম্বর, ঢাকায় তুর্কি সংসদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে মেহমেত আকিফ ইয়িলমাজের সঙ্গে বৈঠকে ইউনুস আবার সেই একই বই উপহার দেন।

সূত্র অনুসারে, বইয়ের ভিতরের দলিলে ‘ব্যাটল প্ল্যানস’ এবং ‘পোস্ট-ভিক্টরি ফ্রেমওয়ার্কস’র উল্লেখ রয়েছে, যা আসামকে ‘উৎপাদনশীল এবং বাস্তবসম্মত অঞ্চল’ হিসেবে বাংলাদেশের অধীনে রূপান্তরের কথা বলে। এটি কেবল শিল্প নয়, বরং একটা আদর্শগত সংকেত—যেন ইউনুস বাংলাদেশের ভবিষ্যতের সামরিক ও অর্থনৈতিক পরিকল্পনা শেয়ার করছেন।

তুরস্ক, যিনি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবিলা করতে চান, এবং পাকিস্তান দুটো দেশকেই এমন উপহার দিয়ে ইউনুস কি একটা নতুন জোট গড়ার চেষ্টা করছেন? বিশ্লেষকরা বলছেন, এটি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তনের লক্ষণ। চীন, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে, যখন ভারতের সঙ্গে টানাপোড়েন বাড়ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular