অশ্লীল কনটেন্ট রুখতে কড়া পদক্ষেপ, ২৫ অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করল কেন্দ্র

নয়াদিল্লি: দেশজুড়ে একাধিক অ্যাপ ও ওয়েবসাইটে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information & Broadcasting) তরফে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (ISPs)…

Govt Bans 25 Apps

নয়াদিল্লি: দেশজুড়ে একাধিক অ্যাপ ও ওয়েবসাইটে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information & Broadcasting) তরফে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (ISPs) নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ওই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে ভারতের মধ্যে আর প্রবেশ করা না যায় (Govt Bans 25 Apps)।

Storyboard18-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোট ২৫টি লিঙ্ক চিহ্নিত করেছে সরকার, যেগুলিতে আপত্তিকর এবং অশ্লীল বিজ্ঞাপন (pornographic content) প্রচার করা হচ্ছিল।

   

কোন কোন অ্যাপ নিষিদ্ধ

নিষিদ্ধ হওয়া অ্যাপ ও ওয়েবসাইটগুলি হল- ALTT (আল্টি), ULLU (উল্লু), Big Shots App (বিগ শটস অ্যাপ), Desiflix (দেশিফ্লিক্স), Boomex (বুমেক্স),  Navarasa Lite (নবরসা লাইট), Gulab App (গুলাব অ্যাপ), Kangan App (কাঙ্গন অ্যাপ), Bull App (বুল অ্যাপ), Jalva App (জলভা অ্যাপ), Wow Entertainment (ওয়াও এন্টারটেনমেন্ট), Look Entertainment (লুক এন্টারটেনমেন্ট), Hitprime (হিটপ্রাইম), Feneo (ফেনিও), ShowX (শোএক্স), Sol Talkies (সোল টকিজ), Adda TV (আড্ডা টিভি), HotX VIP (হটএক্স ভিআইপি), Hulchul App (হুলচুল অ্যাপ), MoodX (মুডএক্স), NeonX VIP (নিয়নএক্স ভিআইপি), Fugi (ফুগি), Mojflix (মোজফ্লিক্স), Triflicks (ট্রাইফ্লিক্স)৷ 

এই প্ল্যাটফর্মগুলি তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ ও ৬৭এ, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪, এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন ১৯৮৬-এর ধারা ৪-এর লঙ্ঘন করেছিল বলে অভিযোগ।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও মধ্যস্থতাকারী (intermediary) যদি এমন বেআইনি কনটেন্ট সরিয়ে না ফেলে, তাহলে তারা আইনি দায়মুক্তির অধিকার হারাবে এবং প্রয়োজন হলে শাস্তির মুখে পড়তে হবে।

Advertisements

 অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ

একই দিনে, সংসদে জানানো হয়েছে যে ২০২২ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকার ১,৫২৪টি অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ লোকসভায় লিখিত জবাবে বলেন, বহু বিদেশি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম দেশের জিএসটি (GST) নিয়ম এবং স্থানীয় বিধিনিষেধ মানে না। তাদের আইনি কাঠামোয় আনতে সরকার কড়া অবস্থান নিয়েছে।

সরকার জানিয়েছে, যেকোনও অনলাইন গেমিং কোম্পানিকে ভারতে ব্যবসা চালাতে গেলে IGST আইনের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই খাতে বর্তমানে ২৮ শতাংশ জিএসটি ধার্য হয়েছে।