নয়াদিল্লি: এবারের কেন্দ্রীয় বাজাটে পর্যটনের উপরেও বিশেষ নজর দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের সেরা ৫০টি পর্যটনস্থলের উন্নয়ন করা হবে বলে সংসদে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, যে সকল পর্যটনস্থলের সঙ্গে গৌতম বুদ্ধের যোগ রয়েছে, সেই স্থানগুলি সংস্কারের জন্য অগ্রাধিকার দেওয়া হবে৷ পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকরাও অনেক বেশি আকৃষ্ট হবেন বলে আশাবাদী কেন্দ্র৷ পর্যটন বাড়সে রাজস্বও বাড়বে সরকারের কোষাগারে৷
পর্যটনস্থলগুলির পরিকাঠামো উন্নয়ন
দেশের পর্যটনস্থলগুলির পরিকাঠামো উন্নয়নই প্রধান লক্ষ্য৷ পাশাপাশি এই সকল স্থানের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পর্যটকদের আকৃষ্ট করতে চাইছে কেন্দ্র। এই প্রকল্পে ছোট পর্যটন ব্যবসাকেও উৎসাহিত করা হবে৷ হোমস্টে তৈরির জন্য ‘মুদ্রা ঋণ’ দেবে কেন্দ্রের সরকার। কোনও ব্যক্তি চাইলে ঋণ নিয়ে নিজের বাড়িতেই দেশীয় বা আন্তর্জাতিক অতিথিদের থাকার ব্যবস্থা করে রোজগারের পথ প্রশস্থ করতে পারবেন৷
স্বাস্থ্য ক্ষেত্রকেও ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র
দেশের স্বাস্থ্য ক্ষেত্রকেও ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র৷ সেই কথাই তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় বাজেট প্রস্তাবনাতে। মেডিক্যাল ট্যুরিজমের উপর জোর দেওয়া হয়েছে। যাঁরা চিকিৎসার জন্য ভারতে আসতে চাইছেন, তাঁরা যাতে সহজে ভিসা পান, সেই দিকে বিশেষ নজর দেওয়ার কথা বাজেটে বলা হয়েছে। উল্লেখ্য, ভিন দেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আসা ‘মেডিক্যাল ট্যুরিজম’-এর অন্যতম বড় অংশ।
পর্যটন কেন্দ্রগুলিতে হোটেল ব্যবসা যাতে আরও মজবুত করা যায়, সে জন্য ঋণের ব্যবস্থা করা হবে। এর ফলে পর্যটন কেন্দ্রগুলিতে ছোট ব্যবসায়ীদের অর্থনীতিতে বিশেষ উন্নতি হবে বলেই আশাবাদী কেন্দ্র৷