আগামীকাল সাংবাদিকদেরও আইন চাই, তাই চিকিত্সকদের জন্য পৃথক আইনের দাবি মানবে না কেন্দ্র

আর জি কর (RG Kar) নিয়ে উত্তাল গোটা দেশ। চিকিত্সক পড়ুয়া ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল মানুষ। এমন অবস্থায় চিকিত্সকদের হেনস্থা রুখতে…

Government of India is not willing to pass bill against the offences against Doctors

আর জি কর (RG Kar) নিয়ে উত্তাল গোটা দেশ। চিকিত্সক পড়ুয়া ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল মানুষ। এমন অবস্থায় চিকিত্সকদের হেনস্থা রুখতে কড়া আইনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও অন্যান্য বিরোধীদল গুলির তরফেও একই দাবি তোলা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই দাবি মানতে নারাজ কেন্দ্র।

ভাড়া ফ্ল্যাটে উদ্ধার টিআইএসএস-এর ছাত্রের মৃতদেহ!

   

ইতিমধ্যেই তা পত্রপাঠ খারিজ করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের যুক্তি, কোনও একটি পেশাভুক্ত গোষ্ঠীর জন্য বিশেষ পৃথক আইন আনা যায় না। অবশ্য সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছিল, কেন্দ্রীয় সরকার এই বিষয়টি খতিয়ে দেখুক। কিন্তু মোদী (Narendra Modi) সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপই করেনি। অথচ ২০১৯-এ কেন্দ্রীয় সরকার এ জন্য পৃথক আইনের বিষয়ে উদ্যোগী হয়েছিল। পরে তা হিমঘরে চলে যায়।

উৎসবের দিনে হীরে কিনতে বেরোবেন? জেনে নিন সোমে শহরে হীরের রেট

এরমধ্যে সম্প্রতি মহারাষ্ট্র থেকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্য মোদী বলেন, “আমি ফের সব রাজ্য সরকারকে বলছি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য পাপ। দোষী যে-ই হোক, সে যেন পালাতে না পারে। তাকে যারা মদত করেছে, তারাও যেন বাঁচতে না পারে। হাসপাতাল, পুলিশ, যেখানেই গাফিলতি হয়ে থাক, তার হিসেবনিকেশ করতে হবে। উপর থেকে নিচুতলা পর্যন্ত স্পষ্ট বার্তা যাওয়া দরকার।” তবে শুধুই কী বার্তা? আইন বাস্তবায়নের পথে হাঁটবেন কবে, সেই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে।

সপ্তাহের প্রথম দিনে কি কমল পেট্রোলের দাম, জেনে নিন কলকাতার রেট

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের স্পষ্ট যুক্তি একটি বিশেষ পেশার জন্য আইন পাশ করা যায় না। তা না হলে ভবিষ্যতে সাংবাদিক, আইনজীবীর মতো গোষ্ঠী থেকে একই দাবি উঠবে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই যুক্তির পরেও বিজেপি নেতা বৃজ লালের নেতৃত্বে সংসদীয় কমিটি সুপারিশ করেছিল, স্বাস্থ্যকর্মীদের আইনি সুরক্ষার বিষয়টি কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখুক।