রাত পোহালেই আরও সস্তা হবে সোনা, মধ্যবিত্তের মুখে চওড়া হাসি

কেন্দ্রীয় বাজেটের পর থেকেই সোনা-রুপোর দামে বিরাট পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হু হু করে কমছে সোনার দাম (Gold Price)। যে কারণে স্বস্তি ফিরেছে…

Gold Price Today: Big Drop in Rates, Check 22 & 24 Carat Prices on August 13

কেন্দ্রীয় বাজেটের পর থেকেই সোনা-রুপোর দামে বিরাট পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হু হু করে কমছে সোনার দাম (Gold Price)। যে কারণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে এখন অনেকেই আছেন সোনার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন এবং বেশি বেশি করে সোনার গয়না। এক সপ্তাহ আগে অবধি যেখানে ১০ গ্রামে ২৪ ক্যারট সোনার দাম ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছিল সেখানে এখন সেই দাম ৬৮ হাজারে নেমে এসেছে। তবে চিন্তা নেই আগস্ট মাসেই ফের একবার কমতে চলেছে সোনা রুপোর দাম, হ্যাঁ ঠিকই শুনেছেন। 

২০২৪ সালের বাজেটে সরকার সোনার উপর আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। এই দাম আগামী দিনে আরো বাড়বে সেই অপেক্ষায় চাতক পাখির মতন অপেক্ষা করছেন মানুষ। আশা করা হচ্ছে ১ আগস্টের কম আমদানি শুল্কসহ সোনার বিক্রি শুরু হবে। এর অর্থ হ’ল আপনি আগামীকাল থেকে সোনা আরও সস্তায় পেতে পারেন। গত ২৩ জুলাই বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বর্ণের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছিলেন। আমদানি শুল্ক কমানোর প্রভাব বাজারে তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হলেও বাইরে থেকে সস্তায় সোনা আমদানি করতে কিছুটা সময় লেগেছে বলে খবর ।

   

 সব ধরনের কাস্টমসের কাঠখড় পুড়িয়ে শেষে আমদানি করা সোনা দেশে আসে। স্পষ্টতই, এবারও কিছুটা বাড়তি সময় লেগেছে। তবে বিশ্বাস করা হচ্ছে যে ১ আগস্ট থেকে দেশ সংশোধিত আমদানি শুল্ক সোনা নিয়ে দেশে আসবে এবং এটি খুচরা বাজারে বিক্রি শুরু হবে।

Advertisements

অল বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান যোগেশ সিঙ্ঘল বলেন, ‘কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করতে প্রায় এক সপ্তাহ সময় লেগেছে এবং ১ আগস্ট থেকে কম আমদানি শুল্ক সহ সোনা দেশে পৌঁছাবে। স্পষ্টতই, এর প্রভাব সোনার খুচরা দামেও দেখা যাবে। আমদানি শুল্ক ৯ শতাংশ কমানো হলে প্রায় সমপরিমাণ সস্তা সোনা কিনতে পারবেন গ্রাহকরা।’ রুপিতে দেখা গেলে প্রতি তোলা সোনা সস্তা হবে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। যোগেশ আরও জানান যে যে আমদানি শুল্ক হ্রাস সোনার কালো বাজারেও আঘাত হানবে। সোনার দোকানের লোকেরাও আর গ্রাহকদের কাছ থেকে সোনায় প্রিমিয়াম নিতে পারবেন না। 

এদিকে কম আমদানি শুল্কযুক্ত সোনা এখন দেশে এলেও বাজেটের পর থেকেই সোনার ওপর শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে। আইবিজেএ অনুসারে, বাজেটের আগে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৩,২১৮ টাকা ছিল, সেখানে আজ অর্থাৎ ৩১ আগস্ট প্রতি ১০ গ্রামে ৬৯,৩০৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজেট পেশের পর থেকে সোনার খুচরো বাজারে সোনার খুচরো মূল্য কমেছে ৩,৯০৯ টাকা মতো।