লন্ডন: যুক্তরাজ্যে (UK) বর্ণবিদ্বেষের জেরে গণধর্ষণের শিকার হলেন এক শিখ মহিলা। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ ওল্ডবারি টাউনের টেম রোডে একজন ২০ বছর বয়সী শিখ মহিলাকে গণধর্ষণ করে দুই ব্যক্তি। তারপর “নিজের দেশে ফিরে যান” বলে হুমকি দিয়ে গালিগালাজ করতে থাকে তাঁরা। ঘটনার পর পুলিশের কাছে গিয়ে ওই শিখ মহিলা অভিযোগ দায়ের করেন।
বর্ণবিদ্বেষের জেরেই মহিলাকে গণধর্ষণ (Gangrape) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ধর্ষণকারীদের সন্ধানে অভিযানে নামে পুলিশ। গাঢ় রঙের জামা পরা মাথা ন্যাড়া এক ব্যক্তির সঙ্গে ধূসর টুপি পরা একজনকে চিহ্নিত করা হয়। ঘটনায় স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ প্রীত কৌর গিল।
তিনি বলেন, “সাম্প্রতিককালের সবচেয়ে ঘৃণ্য বর্ণবিদ্বেষের ঘটনা এটি। ধর্ষকরা নির্যাতিতাকে বলেছে, নিজের দেশে ফিরে যেতে। আমি বলছি, এটা তাঁরও দেশ। আমদের শিখ সম্প্রয়াদের প্রতিটি মানুষের এখানে সম্মান, সুরক্ষার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে।” “ওল্ডবারি বা সমগ্র ব্রিটেনে বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই”, বলে উল্লেখ করেন ব্রিটিশ সাংসদ।
উল্লেখ্য, গত মাসেই উল্ভারহ্যাম্পটনের একটি রেলস্টেশনের বাইরে দুজন শিখ বৃদ্ধের উপর হাল্মা করে তিনজন কিশোর। বৃদ্ধদের মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি মারতে থাকে তাঁরা। একের পর এক বর্ণবিদ্বেষের ঘটনা ঘটায় আশঙ্কায় রয়েছেন যুক্তরাজ্যে (UK) বসবাসকারী ভারতীয়েরা।