নয়াদিল্লি: বুধবার বিহারের নির্বাচনী প্রচারে নেমে প্রধানমন্ত্রী-কে নিয়ে মন্তব্য করায় তুমুল বিতর্কে জড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন বিহারের মুজফ্ফরপুরের একটি জনসভায় “ভোটের জন্য প্রধানমন্ত্রী নাচতেও পারেন” বলে বিস্ফোরক মন্তব্য করেন রাহুল গান্ধী। যার ফলে বিজেপির তীব্র কটাক্ষের মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ।
রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) সমগ্র গান্ধী পরিবারকেই তুলোধোনা করেন তিনি বলেন, “গান্ধী পরিবারেরই নাচা স্বভাব”! এরপর ভোটার অধিকার যাত্রায় রাহুল এবং তেজস্বীর বাইক র্যালি নিয়ে কটাক্ষ করে গিরিরাজ সিং বলেন, “রাহুল গান্ধী তো নিজেই মোটরসাইকেলের উপর উঠে নাচছিলেন। আর কার সঙ্গে নাচছিলেন, তিনি নিজেই ভালো জানেন।”
ছট পুজো মন্তব্যেও রাহুলকে তুলোধোনা গিরিরাজের
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছট পুজো নিয়ে রাহুলের মন্তব্যকে তীব্রভাবে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, এটা সনাতন ধর্মের ঘোরতর অপমান!” গিরিরাজ (Giriraj Singh) বলেন, “রাহুল গান্ধী এবং কংগ্রেস ছট পুজো নিয়ে অশ্লীল মন্তব্য করে সনাতন ধর্মকে অপমান করেছেন। এটা সনাতন এবং হিন্দুদের অপমান। রাহুল গান্ধী নিজেও জানেন না তিনি কে। তিনি কি পার্সি, হিন্দু না খ্রিস্টান?”
প্রসঙ্গত, দিল্লিতে যমুনা নদীর উপর ছট পুজো উপলক্ষে মোদীর জন্য আলাদা পুকুর বানানো নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহু গান্ধী। দ্বারভাঙ্গা জেলার জনসভা থেকে রাহুল (Rahul Gandhi) বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেছিলেন যে তিনি ছটের জন্য যমুনায় স্নান করবেন। যমুনার জল নোংরা। কেউ যদি তা পান করে, তাহলে হয় অসুস্থ হবে, নয়তো মারা যাবে। যমুনায় নামা অসম্ভব। তাই মোদী একটি নাটক সাজালেন”।
রাহুল আরও বলেন, “মোদীর জন্য যমুনার পাশে একটি ছোট পুকুর বানানো হয়। নির্বাচনের আগে পূর্বাঞ্চলীয়দের ভোট আদায় করতে এসবটাই নাটক! পরিষ্কার দেখা গিয়েছে, যমুনার পাড়ে ঘেরা ওই জায়গায় পাইপ দিয়ে পরিশ্রুত জল ঢালা হচ্ছে”।


